বাহরাইনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবাব (৫ সেপ্টেম্বর) রাজধানী মানামার ওরিয়েন্টাল প্যালেস হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সেই সঙ্গে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন।
বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা সাবের আহমেদ। গেস্ট অব অনার সিনিয়র উপদেষ্টা খ. ম. আশরাফ উদ্দিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন মিয়াজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি মিজানুর রহমান, শাহীন পাটোয়ারি, আব্দুল লতিফ ও আসলাম সওদাগর প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাণী পাঠ করেন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাণী পাঠ করেন দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ।
শুভেচ্ছা বক্তব্য দেন সহসাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মোকবুল হোসেন মুকুল, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক ফারুক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আহসান উল্লাহ, শিল্প সম্পাদক মিলাদুর রহমান সজীব, যুবনেতা সরদার রুবেল হক, যুবনেতা মোস্তাক আহমেদ, যুবনেতা হারিজ খলিফা, যুবনেতা আবুল বাশার তালুকদার, গাজী ইব্রাহীম, জাহাঙ্গীর, সবুজ, ফোরকান, মহসিন, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, সেচ্ছাসেবক দলের প্রতিনিধি আসিফ আহমেদ আলীম, কবি সেলিম, কৃষক দলনেতা ইমাম হোসেন, হারিসুল হক রিপন, শ্রমিক দল প্রতিনিধি আমানউল্লাহ, শাহ আলম পাটোয়ারী, সহসাধারণ সম্পাদক লিমন আহমেদ, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই রিপন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, মানামা মহানগরের আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইদুর হক ভূঁইয়া, আরিফুল হক আরিফ, মাসুদ আলম, আনোয়ার হোসেন সায়র, মহারাক শাখার সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, গেলালি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক জালাল, সিএা শাখার হান্নান, আরাদ শাখার মনির হোসেন, সমবায়বিষয়ক সম্পাদক রেজান আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আসিদ বাসিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী, আইন বিষয়ক সম্পাদক তাহের গাজী, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, আজমল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিএনপির দলীয় পতাকা ও প্রতীক সংবলিত কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা মোনাজাত করা হয়।