মালয়েশিয়ার ইসলামী ইউনিভার্সিটিতে ক্রিকেট টুর্নামেন্ট

মালয়েশিয়া স্বনামধন্য বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটিতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট শুরু হবে।
ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটির আয়োজনে মাসতাং ক্রিকেট মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটির উদ্বোধন করবেন ইন্টারন্যাশনাল ইসলামী স্পোর্টস সেন্টারের পরিচালক রুস্তম এসেমদি, জিওমেটিকা ইউনিভার্সিটির মোহাম্মদ মমিনুল ইসলামসহ শিক্ষকরা।
এই ক্রিকেট টুনার্মেন্ট আয়োজকদের প্রধান মাহমুদুর রহমান এনটিভি অনলাইনকে বলেন বাংলাদেশের জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আজ এই ক্রিকেটের মাধ্যমে সারা বিশ্ব বাংলাদেশকে এক নাম চেনে। আর মালেয়শিয়ায় ক্রিকেটকে জনপ্রিয় করতে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি।
টুর্নামেন্টে আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, জিওমেটিকা ইউনিভার্সিটির মোট ১০টি বিভাগ থেকে ১০টি দল অংশ নেবে। ক্রিকেট টুনার্মেন্টের আয়োজনের সার্বিক সহযোগিতায় থাকবে বাংলাদেশ আইআইইউএম ক্রিকেট ক্লাব,আইআইইউএম স্পোর্ট সেন্টার ও জিওমেটিকা ইউনিভার্সিটি।