দুর্গাপূজার কেনাকাটায় ‘বিশ্বরঙে’ মূল্যছাড়

তিন দশকের বেশি সময় ধরে ফ্যাশনে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে পোশাকে ধারণ করে আসছে ‘বিশ্বরঙ’। সেই ধারাবাহিকতায় এবারের ‘দুর্গাপূজা ২০২৫’ উপলক্ষে তারা এনেছে বিশেষ থিমভিত্তিক সংগ্রহ।
‘শারদ’, ‘ঐতিহ্য’, ‘আল্পনা’, ‘উৎসব’, ‘মধুবনী’, ‘সোয়ান্তিকা’, ‘পুজামণ্ডপ’, ‘যামিনী রায়’, বিমূর্ত মোটিফ, দেবীর বাহন হাতি কিংবা শান্তি—বিভিন্ন ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে নতুন ডিজাইনের পোশাক। শাড়ি, পাঞ্জাবি, ধুতি, থ্রিপিস, ফতুয়া, শার্টসহ সব পোশাকে মিলেছে নান্দনিক গ্রাফিক ফর্ম ও ভিন্নধর্মী প্যাটার্ন। পরিবারের সদস্যদের মিলিয়ে বানানো হয়েছে মা-মেয়ের বা বাবা-ছেলের পোশাকও।

সংগ্রহে ব্যবহার করা হয়েছে আরামদায়ক কাপড়—সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্লাব, শ্যামলে। পাশাপাশি আভিজাত্য যোগ করতে এসেছে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, সিফনসহ নানা ধরনের কাপড়। রঙে উজ্জ্বলতা আনার পাশাপাশি কাজে ব্যবহৃত হয়েছে টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রিন্ট ইত্যাদি।

পূজার কেনাকাটায় থাকছে বিশেষ ছাড়। শিক্ষার্থীরা স্টুডেন্ট আইডি দেখালে পাবেন ১০% ছাড়, সদস্যরা ১৫%, বিদেশ থেকে কেনাকাটায় প্রবাসীরা ২০% এবং অনলাইন কেনাকাটায় ১০% ছাড়। পাশাপাশি নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডেও থাকছে অতিরিক্ত মূল্যছাড়।