সুন্দর ও কোমল ত্বকের জন্য দুই প্যাক

ফল ও সবজি খেলে ত্বক ভালো থাকে। এ ছাড়া ফল কিন্তু ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করা যায়। এতে ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান হতে সাহায্য হয়। ত্বক কোমল করতে দুটো ফেসপ্যাকের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট স্টেপ টু হেলথ।পেঁপে ও আমসাধারণত বয়ঃসন্ধিতে ব্রণ বেশি হলেও প্রায় সব বয়সেই ব্রণ হতে দেখা যায়। পেঁপে ও আম ব্রণরোধে কাজ করে এবং ত্বক কোমল করে।উপাদান১. এক টেবিল চামচ পেঁপের পাল্প (১০ গ্রাম)২. এক টেবিল...