ফারনাজ মেকওভার
হ্যালোইনের স্পেশাল সাজে

আজ হ্যালোইন উৎসব। প্রতিবছর এই দিনে বিশ্বের বিভিন্ন দেশে হ্যালোইন ডে পালিত হয়। এ উৎসবে অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে আজব পোশাকের পার্টি বেশ জনপ্রিয়। শুধু পোশাকই নয়, সাজেও একটা ভৌতিক ভাব ফুটিয়ে তোলা হয়। তবে মেকআপ যে পুরোপুরি ভীতিকর হতে হবে, তা কিন্তু নয়। কেমন হবে এই দিনের মেকআপ, সে সম্বন্ধে পরামর্শ দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।
ফারনাজ আলম কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে ত্বক বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন। কানাডায় থাকার সময় ম্যাক কসমেটিকসের সঙ্গে বেশ কিছুদিন কাজও করেছেন তিনি। সেখানে ডার্মাটোলজিতেও কোর্স করা আছে ফারনাজের। এর পর লন্ডনের নর্দামব্রিয়া ও মালয়েশিয়ার টেইলোরস থেকে আর্কিটেকচারের ওপর দুটি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি অ্যাসথেটিকসের ওপর পড়াশোনা করেছেন। বর্তমানে ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালকের আসনে রয়েছেন। বিশ্বের ১০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ল’রেল কন্টেস্টে ফাইনালিস্ট হয়েছেন ফারনাজ আলম। বর্তমানে ল’রেল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রয়েছেন তিনি।
মেকআপের খুঁটিনাটি
এ ধরনের মেকআপের বেইজটা অনেক ভালো হতে হবে। আর অবশ্যই প্রতিটি প্রসাধনী ওয়াটার প্রুফ যেন হয়, সেদিকে খেয়াল রাখবেন। প্রথমে একটি থিক ব্রাশ দিয়ে লিকুইড ফাউন্ডেশন মুখে লাগান। এর পর কনসিলার দিয়ে মুখের দাগ এবং চোখের নিচের কালো দাগ ঢেকে দিন। এবার একটি পাফ দিয়ে পুরো মুখে মুস ফাউন্ডেশন লাগিয়ে নিন। ডার্ক ব্রাউন কালার কন্টোরিং প্যালেট দিয়ে পুরো মুখে কন্টোরিং করে নিন। সবশেষে ফিনিশিং পাউডার দিয়ে বেইজ সেট করুন। চোখে হালকা ব্রাউনিশ আইশ্যাডো দিন। চোখের হাইলাইটসে সিমারি পার্ল কালার শ্যাডো লাগান। এবার চোখের ওপরে টেনে আইলাইনার দিন। চোখের নিচে কাজল দেওয়ার প্রয়োজন নেই। চাইলে চোখের নিচের দিকটাতে ব্রাউনিশ আইশ্যাডো দিতে পারেন। দেখতে ভালো লাগবে। ডার্ক ব্রাউন কালার শ্যাডো দিয়ে আইব্রো শেপ করে নিন। চোখে আইল্যাশ লাগিয়ে ঘন করে মাশকারা দিন। এবার ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক দিন। চুলগুলো সামনের দিকে হালকা পাফ করে পুরো চুল খোলা রাখুন। এবার একটি চিকন ব্রাশের সাহায্যে কপালে গোল্ডেন কালার শ্যাডো দিয়ে এঁকে ডিজাইন করে নিন। এবার কালো আইলাইনার দিয়ে টেনে গোল্ডেন আইশ্যাডোর একপাশে ডিজাইন করে নিন। আর মাঝখানে লাল রঙের শ্যাডো দিয়ে একটি স্টার এঁকে নিন। ব্যস, এই দিনের আপনার ভিন্ন ধাঁচের মেকআপ পরিপূর্ণ।
পোশাক বাছাই
এ উৎসবে আপনাকে জোর করে একটা অদ্ভুত পোশাক পরতেই হবে, বিষয়টি কিন্তু এমন নয়। ওয়েস্টার্ন যেকোনো আউফিটই আপানার এই মেকআপের সঙ্গে মানিয়ে যাবে। তবে লাল রঙের পোশাকই বেছে নিন। এতে এই মেকআপের সঙ্গে আপনাকে অনেক বেশি আকর্ষণীয় মনে হবে।
ছবি তুলেছেন : সৈয়দ অয়ন