কীভাবে চোখের মেকআপ তুলবেন

নিয়মিত চোখের মেকআপ ভালো করে পরিষ্কার করুন। ছবি : বলি বার্গ
চোখ সাজাতে কে না ভালোবাসে? যেকোনো অনুষ্ঠান বা উৎসবে চোখের সাজকেই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। সেই চোখের মেকআপ তোলার ক্ষেত্রেই আমাদের যত অনীহা। কিন্তু এই মেকআপ যদি ভালোভাবে পরিষ্কার করা না হয়, তাহলে একটা সময়ে চোখের নিচে ভাঁজ পড়ে যাবে। যার ফলে চোখের আশপাশের ত্বক কুঁচকে যাবে। ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার আগে কয়েকটি সহজ উপায়ে চোখের মেকআপ তুলে ফেলুন। এতে চোখ থাকবে সুস্থ এবং প্রাণবন্ত।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় চোখের মেকআপ তোলার কয়েকটি সহজ উপায় তুলে ধরা হয়েছে। চলুন, এক নজরে জেনে নিন কীভাবে চোখের মেকআপ তুলবেন :
- প্রথমে একটি তুলার বলে কয়েক ফোঁটা আই মেকআপ রিমুভার নিন। আপনি চাইলে অলিভ অয়েল অথবা ভ্যাসলিনও ব্যবহার করতে পারেন। এবার তুলাটি পানিতে ভিজিয়ে নিন।
- এর পর চোখ বন্ধ করে চোখের ওপর এবং আইল্যাশ ভালো করে মুছে নিন। এক মিনিট চোখ বন্ধ রাখুন। এতে মেকআপ নরম হয়ে যাবে।
- এক মিনিট পর তুলা দিয়ে পুরো চোখ মুছে নিন। এমনভাবে মুছবেন যাতে চোখের নিচের ল্যাশের মেকআপও ভালো করে উঠে যায়।
- সামান্য অলিভ অয়েল আঙুলে নিয়ে হালকাভাবে চোখের ওপর-নিচে ঘষুন। দেখবেন, খুব সহজে চোখের মেকআপ পুরোপুরি উঠে যাবে।
- এবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ফেসওয়াশ ব্যবহারের সময় চোখের চারপাশে হালকা করে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
- এবার চোখ মুছে ময়েশ্চারাইজার লাগান। ঘুমানোর আগে চোখে আইক্রিম লাগিয়ে ঘুমান।
পরামর্শ
- বেবি অয়েল ভালো মেকআপ রিমুভারের কাজ করে। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না এবং খরচও কম।
- একই তুলা দুই চোখে ব্যবহার করবেন না। এতে এক চোখে ইনফেকশন থাকলে অন্য চোখেও খুব সহজে ছড়িয়ে পড়বে।
- চোখ ধোয়ার জন্য সাবান ব্যবহার করবেন না। এতে চোখের ত্বক অনেক বেশি রুক্ষ হয়ে যায়। এমনকি এতে চোখ ভালোভাবে পরিষ্কার হয় না।
- একটু ভালো মানের তুলা ব্যবহার করুন। না হলে চোখে জীবাণু ছড়াতে পারে।
- চোখে লেন্স লাগানো থাকলে মেকআপ তোলার আগে লেন্স খুলে নিন। না হলে চোখে সমস্যা হতে পারে।