নারকেলের দুধের তিনটি কার্যকর চুলের প্যাক

চুলের রুক্ষতা দূর করতে, খুশকির সমস্যা সমাধানে, চুল নরম ও মসৃণ করতে নারকেলের দুধ বেশ কার্যকর। তাই সপ্তাহে অন্তত একদিন চুলে নারকেল দুধ দিয়ে তৈরি প্যাক ব্যবহার করুন।
প্রাকৃতিক এই উপাদান চুলের সব ধরনের সমস্যার সমাধান করে। নারকেলের দুধ দিয়ে তৈরি তিনটি কার্যকর প্যাকের পরামর্শ দেওয়া হয়েছে জীবনধারাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের জীবনধারা বিভাগে। একনজরে দেখে নিন :
ডিপ কন্ডিশনিং প্যাক
যা যা লাগবে : নারকেলের দুধ আধা কাপ, আমন্ড অয়েল ১০ ফোঁটা, মধু এক টেবিল চামচ, নারকেল তেল দুই টেবিল চামচ।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে নারকেলের দুধ, আমন্ড অয়েল, মধু ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে দুই মিনিট ধরে গরম করে নিন। প্যাকটি ঠান্ডা করে একটি তুলার বলে এই প্যাক নিয়ে মাথার তালুতে ও পুরো চুলে লাগান। এক ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্যাক চুলকে নরম ও মসৃণ করবে।
ক্লিনজিং প্যাক
যা যা লাগবে : নারকেলের দুধ এক কাপ, ভিটামিন ই এক টেবিল চামচ ও টি ট্রি অয়েল পাঁচ ফোঁটা।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে নারকেলের দুধের সঙ্গে ভিটামিন ই ও টি ট্রি অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার ভেজা চুলে এই প্যাক ভালো করে লাগান। মাথার তালু হালকাভাবে ম্যাসাজ করুন। পাঁচ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ১২ ঘণ্টা পর শ্যাম্পু করুন। এটি আপনার মাথার ত্বক পরিষ্কার রেখে চুল খুশকিমুক্ত রাখবে।
শুষ্ক মাথার ত্বকের প্যাক
যা যা লাগবে : নারকেলের দুধ।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে চুল পানি দিয়ে ভিজিয়ে নিন। এবার একটি তুলার বলে নারকেলের দুধ নিয়ে মাথার তালু ও পুরো চুলে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।