কোঁকড়া চুলের যত্নে কী করবেন?

কোঁকড়া চুলের যত্ন নেওয়া এবং সামলানো বেশ ঝামেলার কাজ। তাই কোঁকড়া চুলের অধিকারী নারীরা সবসময় চুল বেঁধে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে সাধারণ চুলের মতো কোঁকড়া চুলেরও যত্ন নেওয়ার ভিন্ন কিছু উপায় রয়েছে। কীভাবে কোঁকড়া চুলের পুষ্টি বৃদ্ধি করতে পারেন এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে টাইমস অব ইন্ডিয়ার রূপচর্চা বিভাগে। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক।
পরামর্শ : ১
পানির সঙ্গে সমপরিমাণ অ্যাপল সিডার ভিনেগার মেশান। এবার চুলে শ্যাম্পু করে সেই ভেজা চুলে এই মিশ্রণ লাগান। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। মাসে অন্তত একবার এই মিশ্রণটি আপনার চুলে ব্যবহার করার চেষ্টা করুন।
পরামর্শ : ২
নিয়মিত চুলে হট অয়েল ম্যাসাজ করুন। পার্লারে যেতে পারেন কিংবা ঘরে নিজে করে নিতে পারেন এই কাজ। কয়েকটি হার্বাল অয়েল নিয়ে হালকা গরম করে নিন এবং চুল ও মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করুন। তারপর গরম তোয়ালে দিয়ে কিছুক্ষণের জন্য মাথা ঢেকে রাখুন। সবচেয়ে ভালো হয় এই ‘হট অয়েল থেরাপি’ শ্যাম্পু করার ২ ঘণ্টা আগে করলে।
পরামর্শ : ৩
কোঁকড়া চুলের জন্য ডিম সবেচয়ে কার্যকরী কন্ডিশনার। একটি পাত্রে দুটি ডিম ফেটে নিন এবং সঙ্গে মেশান অলিভ অয়েল। মিশ্রণটি চুলে আধা ঘণ্টার জন্য রেখে শ্যাম্পু করে নিন।
পরামর্শ : ৪
অ্যালোভেরার রস নিয়ে তাতে মেশান দুই টেবিল চামচ টকদই। ঘন মিশ্রণটি চুলে লাগিয়ে ২০ মিনিটের জন্য রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই প্যাক ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।