চুলের আগা ফেটে যাচ্ছে?

কেমিক্যালসমৃদ্ধ প্রসাধনী ব্যবহার, সূর্যের ক্ষতিকর রশ্মি আর অযত্নের কারণে চুলের আগা ফেটে যায়। এর ফলে চুল রুক্ষ হয়ে যায় এবং চুল নিচের দিক থেকে ভেঙে যায়। এই সমস্যার সমাধানে অ্যাভোকাডো খুব বেশি কার্যকর। আর সঙ্গে নারকেল তেল ও অলিভ অয়েল মেশাতে ভুলবেন না। কারণ এই দুটি তেল চুলের সব সমস্যার সমাধান করে।
এই তিনটি উপাদান কীভাবে চুলে ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে দেখে নিন।
যা যা লাগবে
অ্যাভোকাডো একটি, নারকেল তেল দুই টেবিল চামচ ও অলিভ অয়েল দুই টেবিল চামচ। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ফলিক এসিড, প্রোটিন, এসেনশিয়াল ফ্যাটি এসিড ও ভিটামিন রয়েছে, যা চুলের রুক্ষতা দূর করে এবং চুলের আগা ফেটে যাওয়া থেকে রক্ষা করে। আর নারকেল তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, তা মাথার তালুর ব্যাকটেরিয়া দূর করে। এ ছাড়া অলিভ অয়েলে অ্যান্টিঅক্সিডেন্টস উপাদান রয়েছে, যা নতুন চুল গজাতে সাহায্য করে।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে অ্যাভোকাডো ভালো করে চটকে নিন। এবার এর সঙ্গে নারকেল তেল ও অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। ঘন মিশ্রণ তৈরি হলে পুরো চুলে ও মাথার তালুতে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার শ্যাম্পু করে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন এই প্যাক চুলে ব্যবহার করুন। এতে চুল অনেক নরম ও মসৃণ হবে এবং চুলের আগা ফাটা সমস্যার সমাধান হবে।