ফারনাজ মেকওভার
ব্লু আইস মেকআপ

শুধু আইশ্যাডো দিয়েই ছিমছাম সাজে গর্জিয়াস লুক আনতে পারেন। তবে এ ক্ষেত্রে আপনাকে আইশ্যাডোর রং বাছাইয়ে সতর্ক হতে হবে। সেই সঙ্গে পোশাকের রঙের কথাও ভুলে গেলে চলবে না। ভাবছেন কীভাবে এই মেকআপ করবেন? চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সুবিধার্থে ব্লু আইস মেকআপের খুটিনাটি বিষয় এবং প্রতিটি ধাপ নিজ হাতে করে দেখিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও অ্যাসথেটিশিয়ান ফারনাজ আলম।
ফারনাজ আলম কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে (অ্যাসথেটিকস) ত্বক বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন। কানাডায় থাকার সময় ম্যাক কসমেটিকসের সঙ্গে বেশ কিছুদিন কাজও করেছেন তিনি। সেখানে ডার্মাটোলজিতেও কোর্স করা আছে ফারনাজের। এরপর লন্ডনের নর্থ্যামব্রিয়া ও মালয়েশিয়ার টেইলরস থেকে আর্কিটেকচারের ওপর দুটি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালকের আসনে রয়েছেন। বিশ্বের ১০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ল’রেল কন্টেস্টে ফাইনালিস্ট হয়েছেন ফারনাজ আলম। বর্তমানে ল’রেল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রয়েছেন তিনি।
ব্লু আইস মেকআপ কীভাবে করবেন, তাঁর প্রতিটি ধাপ-নির্দেশনা এবং ছবির গ্যালারির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। খুব সহজে বাসায় বসে ফারনাজ আলমের নিজের হাতে করা মেকআপের ধাপগুলো দেখে শিখে নেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। ধাপগুলো শিখতে হলে ওপরে ছবির গ্যালারিতে ক্লিক করুন।