চুলের রং তুলতে বেকিং সোডা!

আপনি অনেক শখ করেই হয়তো চুলে পছন্দের রং করিয়েছিলেন। মাসখানেক যেতে-না-যেতেই সেই রং ফ্যাকাসে হয়ে পড়েছে অথবা চুল রুক্ষ হয়ে গেছে। এখন কীভাবে চুলের এই রং তুলবেন? হয়তো দামি হেয়ার কালার রিমুভার ব্যবহার করার কথা ভাবছেন। অথচ শুনলে অবাক হবেন যে, বেকিং সোডা হেয়ার কালার তুলতে বেশ কার্যকর।
কীভাবে বেকিং সোডা ব্যবহার করে চুলের রং তুলবেন, এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে অনলাইনভিত্তিক বিউটি সাইট স্টাইল ক্রেজ ডটকমে। চলুন, একনজর দেখে নিই :
যা যা লাগবে
অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু, বেকিং সোডা, কন্ডিশনার, একটি পাত্র ও একটি চামচ।
যেভাবে ব্যবহার করবেন
এ ক্ষেত্রে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে :
ধাপ-১
প্রথমে আপনি অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এমন শ্যাম্পু বাছাই করবেন, যাতে উচ্চমানের পিএইচ আছে, কারণ এটি আপনার চুলের রং দূর করতে সাহায্য করবে।
ধাপ-২
একটি পাত্রে সমপরিমাণ বেকিং সোডা ও শ্যাম্পু নিন। চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
ধাপ-৩
চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগান। খেয়াল রাখবেন, চুলের প্রতিটি অংশ যেন এই মিশ্রণ দিয়ে ঢাকা থাকে।
ধাপ-৪
মিশ্রণটি চুলে ৫ থেকে ১০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন।
ধাপ-৫
আবার অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু চুলে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ধাপ-৬
এবার চুলে বেশি করে কন্ডিশনার ব্যবহার করুন।
এভাবে সহজেই আপনি চুলের রং তুলতে পারেন। দামি হেয়ার কালার রিমুভার ব্যবহার করার চেয়ে বেকিং সোডা ব্যবহার অনেক সহজ এবং সাশ্রয়ী। এ ছাড়া রাসায়নিক প্রসাধনী ব্যবহারে চুলের অন্যান্য ক্ষতি হওয়ারও আশঙ্কা থাকে।