ত্বকের যত্নে গ্রিন টি

ত্বক সুন্দর ও সুস্থ রাখতে নিয়মিত গ্রিন টি পান করা উপকারী। তবে স্ক্রাব হিসেবেও এই চা পাতা ত্বকের জন্য ভালো। এই টি ব্যাগ ত্বকের দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে এবং ত্বকের মরা কোষ দূর করে ত্বক নরম ও মসৃণ রাখে। আর নিয়মিত ব্যবহারে আপনি পাবেন উজ্জ্বল ও দাগহীন ত্বক।
কীভাবে গ্রিন টি ব্যাগ ত্বকে ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে দেখে নিতে পারেন।
যা যা লাগবে
গ্রিন টি ব্যাগ ও মধু।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে দুটি টি ব্যাগ গরম পানিতে ভিজিয়ে এর মুখ কেটে চা-পাতাগুলো বের করে নিন। এবার একটি বাটিতে এই চা-পাতা ও মধু একসঙ্গে মিশিয়ে হাতে নিয়ে হালকাভাবে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পরামর্শ
১. আপনি চাইলে ফেস ওয়াশের সঙ্গে মিশিয়েও এই চা পাতা দিয়ে স্ক্রাবিং করতে পারেন। তবে এরপর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে হবে।
২. স্ক্রাবিং করার পর বরফ অথবা ঠান্ডা গোলাপজল লাগাতে ভুলবেন না। স্ক্রাবিংয়ের কারণে লোমকূপের মুখ খুলে যায়। এই দুটি উপাদান লোমকূপের মুখ পুনরায় বন্ধ করতে সাহায্য করবে।
৩. এই প্যাক ত্বকে ব্যবহারের পাশাপাশি নিয়মিত গ্রিন টি পান করুন। এতে ত্বক অনেক সতেজ থাকবে।