চোখের মেকআপ তুলতে ঘরোয়া রিমুভার

সাধারণত চোখ, মুখ ও চুলের জন্য আমরা অনেক টাকা খরচ করে প্রতিনিয়তই বিভিন্ন ফেসিয়াল প্রোডাক্ট কিনে থাকি। কিন্তু রূপ বিশেষজ্ঞরা সব সময়ই ঘরোয়াভাবে তৈরি প্রসাধনী ব্যবহারের পরামর্শ দেন। এতে একদিকে যেমন খরচ কম হয়, অন্যদিকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিসহ বিভিন্ন উপকার হয়। ঘরে বসেই আপনি মুখের ব্রণ, কালচে দাগ দূর করতে ফেসপ্যাক থেকে শুরু করে মেকআপ রিমুভার তৈরি করতে পারেন। অনলাইন বিউটি ব্লগ হেলথ লাইন ডটকমে কীভাবে ঘরেই চোখের মেকআপ রিমুভার তৈরি করতে পারেন, এ ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। একনজর দেখে নিতে পারেন।
যা যা লাগবে
আধা কাপ নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল, ল্যাভেন্ডার অয়েল ও ছোট একটি বাটি।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে নারকেল তেল নিয়ে তাতে ছয়টি ভিটামিন ই ক্যাপসুল খুলে মেশান। তার পর ছয়-সাত ফোঁটা ল্যাভেন্ডার অয়েল দিয়ে ঘরোয়া তাপমাত্রায় রেখে দিন। মিশ্রণটি দিয়ে চোখের মেকআপ তুলতে হালকাভাবে ম্যাসাজ করুন। এটি চোখ পরিষ্কার করার পাশাপাশি চোখের চারপাশের আর্দ্রতাও ধরে রাখবে। তবে আপনি চাইলে ল্যাভেন্ডার অয়েলের পরিবর্তে অন্য যেকোনো তেল ব্যবহার করতে পারেন, যা আপনার ত্বকের জন্য উপযোগী মনে হয়।