গরমে যে চারটি প্রসাধনী ভুলেও ব্যবহার করবেন না

গরমের সময় সবার আগে আমাদের ত্বকের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। আর বাজারের প্রসাধনী এই ক্ষতিকর প্রভাবকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই এ সময়টাতে কিছু প্রসাধনী ব্যবহার না করলেই ভালো করবেন। জানতে চান প্রসাধনীগুলো কী কী? তাহলে রিডার্স ডায়জেস্টের এই তালিকা একবার দেখে নিতে পারেন।
অয়েল বেইজড ময়েশ্চারাইজার থেকে দূরে থাকুন
গরমের এই সময়টাতে ভুলেও অয়েল বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করবেন না। তাহলে আবহাওয়ার তাপের কারণে অনেক দ্রুত ঘেমে যাবেন এবং গরম বেশি লাগবে। তাই এ সময় ওয়াটার বেইজড অথবা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক কম ঘামাবে।
শীতের ফাউন্ডেশন এড়িয়ে চলুন
শীতের ভারী ফাউন্ডেশন গরমের সময় ঘামের প্রধান কারণ। তাই ঘন ফাউন্ডেশন ব্যবহার না করে হালকা বেইজের ফাউন্ডেশন ব্যবহার করুন। কারণ, এ ধরনের ফাউন্ডেশনে সামান্য ময়েশ্চারাইজার ও পানির পরিমাণ বেশি থাকে। আর আপনি যতই সানস্ক্রিন ব্যবহার করেন না কেন, গরমের সময় সূর্যের তাপের কারণে আপনার ত্বকের রঙে পরিবর্তন আসবে। তাই মেকআপ শেষে ত্বকে সানস্ত্রিন লাগাতে ভুলবেন না।
দিনে স্ক্রাব ব্যবহার করবেন না
যদিও ত্বকের মরা কোষ দূর করতে স্ক্রাবিং খুবই জরুরি। তবুও গরমের সময় দিনের বেলা স্ক্রাবিং না করাই ভালো। এতে ত্বকের ওপর সূর্যের রশ্মির সরাসরি প্রভাব পড়ে। চাইলে রাতে স্ক্রাবিং করতে পারেন, যাতে সারা রাত ত্বকের কোষগুলো আবার আগের মতো হতে সময় পায়।
গাঢ় ঘ্রাণের সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকুন
গরমের সময় মানুষ বেশি ঘামায়। তাই এ সময়টাতে গাঢ় ঘ্রাণের সুগন্ধি ভুলেও ব্যবহার করবেন না। ঘামের সঙ্গে মিশে এই সুগন্ধির ঘ্রাণ তখন দুর্গন্ধে পরিণত হবে। তাই এ সময় হালকা ও মিষ্টি ঘ্রাণের সুগন্ধি ব্যবহার করুন।