ঠোঁটে স্ক্রাবিং করা কেন জরুরি?

স্ক্রাবিং ঠোঁটকে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। সেই সঙ্গে কালচে ভাব দূর করে। তবে অবশ্যই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি স্ক্রাব ব্যবহার করবেন। কারণ এটি বেশি কার্যকর। কোন উপাদানগুলো দিয়ে ঠোঁটে স্ক্রাবিং করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। এক নজরে চোখ বুলিয়ে নিন।
যা যা লাগবে
চিনি, অলিভ অয়েল, পেট্রোলিয়াম জেলি ও দারুচিনি। চিনি ঠোঁটের মরা কোষ দূর করবে। আর অলিভ অয়েল ও পেট্রোলিয়াম জেলি ঠোঁটকে নরম ও মসৃণ রাখবে। এ ছাড়া দারুচিনির গুঁড়া ঠোঁট উজ্জ্বল করতে সাহায্য করবে।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে চিনি, অলিভ অয়েল, পেট্রোলিয়াম জেলি ও দারুচিনি গুঁড়া মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এবার পাঁচ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন এই প্যাক দিয়ে ঠোঁটে স্ক্রাবিং করুন।
পরামর্শ
১. স্ক্রাবিংয়ের সময় ঠোঁট বেশি ঘষবেন না।
২. স্ক্রাবিংয়ের পর ঠোঁটে ময়েশ্চারাইজার লাগান।
৩. রাতে ঘুমানোর আগে স্ক্রাবিং করা ভালো।
৪. স্ক্রাবিংয়ের আগে ঠোঁটের লিপস্টিক ভালো ভাবে পরিষ্কার করে নিন।
৫. ঠোঁটে কমদামি লিপস্টিক ব্যবহার না করাই ভালো। এতে ঠোঁট কালো হয়ে যেতে পারে।