ঈদে রূপচর্চা
পা ও নখের যত্ন যেভাবে করবেন

সৌন্দর্যসচেতন নারীরা সব সময়ই চান পোশাক, সাজ থেকে শুরু করে ত্বক, চুল অর্থাৎ উজ্জ্বল ত্রুটিহীন রূপ-লাবণ্য। যখন উপলক্ষ হয় ঈদের মতো বড় একটি উৎসব, তখন চিন্তা আরো বেড়ে যায়। শরীরের প্রতিটি অংশের মতো পা ও নখের যত্নও প্রয়োজন। ঈদের আগে পা ও নখের যত্নে কী করবেন এই সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে ভারতের এনডিটিভি ওয়েবসাইটের রূপচর্চা বিভাগে। একনজর দেখে নিন।
নখের যত্ন
যা যা লাগবে
ছোট একটি পাত্র, দুই টেবিল চামচ অলিভ অয়েল ও আধা টেবিল চামচ লেবুর রস।
যেভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে লেবুর রস ও অলিভ অয়েল নিয়ে মেশান। মিশ্রণে ১০ মিনিট নখ ডুবিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে দিন।
পরামর্শ
মিশ্রণটি শুকনো পরিষ্কার পাত্রে রেখে অন্য সময়ের জন্য সংরক্ষণ করতে পারেন এবং ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত একবার ব্যবহার করুন।
পায়ের যত্ন
যা যা লাগবে
আধা কাপ ইপসম সল্ট (ম্যাগনেসিয়াম সালফেট) ও অলিভ অয়েল।
যেভাবে ব্যবহার করবেন
বড় গামলা বা বাথটাবে আপনার পায়ের লেভেল পর্যন্ত কুসুম গরম পানি দিন। তাতে সল্ট ও জলপাইয়ের তেল দিয়ে পা ভিজিয়ে রাখুন ১০-১৫ মিনিট। তারপর পা মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে দিন।