রোদে পোড়া ভাব দূর হবে যেভাবে

সূর্যের অতিবেগুনি রশ্মি ধীরে ধীরে আপনার ত্বকে কালচে আবরণ সৃষ্টি করে। ত্বকের এই কালচে বা পোড়া ভাব দূর করতে বাজারের প্যাকেটজাত উপটান বা প্যাকের চেয়ে বেশি কার্যকর প্রাকৃতিক উপাদানের তৈরি প্যাক।
ঘরোয়া যত্নে আপনি খুব সহজেই কালচে পোড়া ভাব দূর করে ত্বকে ফিরিয়ে আনতে পারেন আগের সেই উজ্জ্বলতা। রোদে পোড়া ভাব দূর করতে একটি সহজ কিন্তু কার্যকর ফেসপ্যাক লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে জীবনধারাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাই-এর জীবনধারা বিভাগে।
যা যা লাগবে
দুই টেবিল চামচ ব্লেন্ড আলু ও এক টেবিল চামচ টক দই।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি আলু ধুয়ে ব্লেন্ড করে নিন। তার পর একটি পাত্রে দুই টেবিল চামচ পরিমাণ আলু নিয়ে সঙ্গে এক টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি ত্বকের পোড়া অংশগুলোতে লাগান। ২০-২৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পাতলা তোয়ালে দিয়ে মুছে মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। দ্রুত ও কার্যকর ফলের জন্য এই প্যাক সপ্তাহে অন্তত দু-তিনবার ব্যবহার করুন।