নারকেল তেলের ফেসওয়াশ!

আমরা জানি, নারকেল তেল চুল ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। আজকাল আমাদের ত্বকের কালচে ভাব, ব্রণ, মেছতা, অ্যালার্জি ইত্যাদি খুবই সাধারণ কিছু সমস্যা।
আর এসব সমাধানের জন্য রূপ বিশেষজ্ঞরা কৃত্রিম নয়, বরং প্রাকৃতিক বা হারবাল উপাদান ব্যবহারেরই পরামর্শ দিয়ে থাকেন।
নারকেল তেল এমনই একটি উপাদান, যা ব্যবহার করে অসাধারণ ফেসওয়াশ তৈরি করে সহজেই ঘরে বসে ত্বকের যত্ন নিতে পারেন।
কী কী উপাদান লাগবে এবং কীভাবে ব্যবহার করবেন এই ফেসওয়াশ, এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে জীবনধারাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের জীবনধারা বিভাগে।
যা যা লাগবে
দুই টেবিল চামচ নারকেল তেল, দুই-তিন ফোঁটা চা-গাছের তেল, দুই ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ও এক টেবিল চামচ মধু (ব্যবহার নাও করতে পারেন)।
যেভাবে ব্যবহার করবেন
১. প্রথমে সব উপাদান একসঙ্গে মিশিয়ে নিন।
২. এবার ভালো করে নাড়িয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।
৩. কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন (যদি আপনি তৈলাক্ত ত্বকের অধিকারী হয়ে থাকেন)।
৪. ভেজা মুখে মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন।
৫. সবশেষে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
মিশ্রণটি যদি বেশি তৈলাক্ত মনে হয়, আপনি আরো কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। ভালো ফলাফলের জন্য এই ফেসওয়াশ সপ্তাহে অন্তত তিন-চারবার লাগান।
এটি আপনার ত্বককে শুধু পরিষ্কারই করবে না, সঙ্গে ত্বকের দাগ, কালচে ভাবসহ নানা সমস্যা দূর করতে সাহায্য করবে।