শুষ্ক ত্বকের পাঁচটি ফেসপ্যাক

অতিরিক্ত শুষ্ক ত্বক আপনার সৌন্দর্যকে পুরোপুরি ফুটে উঠতে দেয় না। তা ছাড়া সব সময় ত্বকে ক্লান্ত ও পরিশ্রান্ত ভাব লেগেই থাকে। মেকআপ করেও যেন এই শুষ্কতা লুকানো যায় না!
দূষণ, সূর্যের অতিরিক্ত বেগুনি রশ্মি, ধুলোবালি ইত্যাদি আপনার ত্বকের এই শুষ্কতার জন্য দায়ী।
পারলার বা বিভিন্ন প্রসাধনী ব্যবহার না করে ঘরোয়াভাবেই দূর করতে পারেন এই সমস্যা। কী কী উপাদান আপনার ত্বকের শুষ্কতা দূরে করতে সাহায্য করবে এবং কীভাবে তা ব্যবহার করবেন এই বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে ন্যাচারাল বিউটি টিপস ওয়েবসাইটে।
অয়েল থেরাপি
গোসলের আগে অলিভ, নারিকেল বা বাদামের তেল নিয়ে হাত, পা ও শরীরের বাকি অংশে লাগিয়ে রাখুন। তেল হালকা গরম করে নিলে আরো ভালো হয়। এই থেরাপি আপনার ত্বককে করবে ভেতর থেকে কোমল ও মসৃণ।
গ্লিসারিন
গ্লিসারিন এমন একটি উপাদান যা আপনার ত্বকের শুষ্কতা শুষে নিয়ে ত্বককে দ্রুত মসৃণ করে। গ্লিসারিনের সঙ্গে মেশাতে পারেন সমপরিমাণ লেবুর রস ও গোলাপজল। সারা রাত মিশ্রণটি আপনার মুখ ও শরীরের অন্যান্য অংশে লাগিয়ে রাখুন। একবার বানিয়ে ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।
অলিভ অয়েল ও ডিমের কুসুমের প্যাক
অলিভ অয়েল ও ডিমের কুসুম উচ্চমানের প্রোটিন ও ভিটামিন ই সমৃদ্ধ দুটি উপাদান। একটি পাত্রে অলিভ অয়েল ও দু-একটি ডিমের কুসুম নিয়ে ভালো করে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। শুষ্ক ত্বকে লাগিয়ে ১৫ মিনিটের পর ধুয়ে ফেলুন। এ ছাড়া সঙ্গে মেশাতে পারেন কয়েক ফোঁটা লেবুর রস ও গোলাপজল। প্যাকটি কাজ করছে কি না নিজেই উপলব্ধি করতে পারবেন।
কলা ও দইয়ের প্যাক
কলা ত্বকের শুষ্কতা দূর করতে অন্যতম কার্যকরী উপাদান। একটি কলা হাতে চটকে মুখে লাগিয়ে ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ ছাড়া কলার সঙ্গে দই মিশিয়েও প্যাক বানাতে পারেন। এই উপাদান দুটি শুধু ত্বকের শুষ্কতাই দূর করবে না, ত্বকের ওপর থেকে মৃত কোষগুলো পরিষ্কার করতে সাহায্য করবে। প্যাকটি ৩০ মিনিটের জন্য রেখে মুখ ধুয়ে ফেলুন।