মাত্র এক মাসেই উজ্জ্বল ত্বক!

ত্বকের রং উজ্জ্বল ও ফর্সা করার প্রচেষ্টায় যা-ই করেন না কেন, আপনাকে মাথায় রাখতে হবে ত্বকের সুস্থতার কথা। তাই ত্বকে সব সময় প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন। এক মাসে ত্বক ফর্সা করতে কার্যকর এমন একটি প্রাকৃতিক ফেসপ্যাক সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারাবিষয়ক বিভাগে।
যা যা লাগবে
চালের গুঁড়া এক টেবিল চামচ, টমেটোর রস দুই টেবিল চামচ ও দুধ এক টেবিল চামচ।
যেভাবে ব্যবহার করবেন
# একটি পাত্রে সব উপাদান পরিমাণমতো নিয়ে মেশান।
# ভালো করে নাড়িয়ে ঘন পেস্ট তৈরি করুন।
# পেস্টটি মুখে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন।
# তারপর ১৫ মিনিটের জন্য রেখে দিন।
# এর পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে হালকা ফেসওয়াস ব্যবহার করুন।