নারকেলের দুধ চুল মসৃণ করে!

ঝলমলে মসৃণ চুল কে না চায়? আমরা চুলকে কোমল ও মসৃণ করতে কতই না রাসায়নিক উপাদানের তৈরি প্রসাধনী ব্যবহার করি। যার ফলে চুলের আরো বেশি ক্ষতি হয়। নারকেলের দুধ একটি অসাধারণ উপাদান, যা চুলকে করে প্রাকৃতিকভাবে মসৃণ ও ঝলমলে। কীভাবে তৈরি করবেন এই নারকেলের দুধ এবং কীভাবে চুলে ব্যবহার করবেন, এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বিখ্যাত সৌন্দর্যবিষয়ক ব্লগ ‘সৌদি বিউটি ব্লগ’। চলুন, এক নজরে দেখে আসি।
নারকেল দুধ তৈরিতে যা যা লাগবে
১. কোড়ানো নারকেল
২. একটি পাত্র
৩. পরিষ্কার কাপড়
৪. শুষ্ক ঢাকনাযুক্ত বোতল
যেভাবে তৈরি করবেন
১. একটি পরিষ্কার কাপড়ে কোড়ানো নারকেল নিন এবং চেপে দুধ বের করে একটি পাত্রে নিন। এভাবে কয়েকবার চেপে ভালো করে পুরোটা দুধ বের করুন।
২. সূক্ষ ছাঁকুনি দিয়ে দুধে থেকে যাওয়া নারকেলের অংশ সরিয়ে নিন।
৩. এরপর আরেকটি পাত্রে দুধ নিয়ে চুলার তাপে নাড়তে থাকুন ঘন না হয়ে আসা পর্যন্ত।
৪. নামিয়ে শুষ্ক ঢাকনাযুক্ত বোতলে সংরক্ষণ করুন।
যেভাবে ব্যবহার করবেন
ঘরে তৈরি এই উপাদান ঠান্ডা অথবা হালকা গরম মাথার ত্বকে মালিশ করুন। দ্রুত ফলের জন্য সপ্তাহে অন্তত একবার করে লাগান এবং নিয়মিত ব্যবহারে আপনি পাবেন মসৃণ, স্বাস্থ্যোজ্জ্বল চুল।