পারসোনার রমজানের উপহার

রমজান উপলক্ষে পারসোনার বিশেষ অফার। ছবি : পারসোনা
বিউটি স্যালুন পারসোনা পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে আসছে তিনটি প্যাকেজ সুবিধা। ‘গ্লোয়িং অ্যাঞ্জেল’ শীর্ষক প্যাকেজে রয়েছে পারসোনা স্পেশাল ফেসিয়াল, স্পেশাল হাইড্রেটিং মাস্ক এবং হট অয়েল ম্যাসাজ ও শ্যাম্পু। এই প্যাকেজ ১৩০০ টাকা।
‘গ্লোরিয়াস বিউটি’ প্যাকেজে রয়েছে ব্রাইট ন্যারিশিং ফেসিয়াল ও ম্যানিকিওর-পেডিকিওর। এই প্যাকেজ পাবেন এক হাজার ৮০০ টাকায়।
‘ড্যাজলিং স্টার’ প্যাকেজে অক্সিব্রাইট ফেসিয়াল, প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট ও পেডিকিউর। এই প্যাকেজ পাওয়া যাবে দুই হাজার ৭০০ টাকায়।
প্যাকেজ তিনটির পাশাপাশি ১৫ ভাগ ছাড় পাওয়া যাবে রিবন্ডিংয়ে। এ ছাড়া ১০টি স্ট্রিক হাইলাইট করলে উপহার হিসেবে পাওয়া যাবে আরো দুটি স্ট্রিক। পারসোনার এই অফার চলবে ১৫ রমজান পর্যন্ত।