দৃক গ্যালারিতে ঈদমেলা

টি অ্যান্ড এস ইভেন্টস আয়োজন করেছে ১০ দিনব্যাপী ঈদ মেলার। ছবি : সংগৃহীত
এগিয়ে আসছে ঈদুল ফিতর বা রোজার ঈদ। আর ঈদকে সামনে রেখে কেনাকাটাও শুরু করে দিয়েছেন অনেকে। বিশেষ করে যারা রমজান মাসে রোজা রেখে ভিড় ঠেলে কেনাকাটা করতে চান না তারা এখনই সেরে নিচ্ছেন ঈদ শপিং।
এসব ক্রেতার কথা মাথায় রেখে টি অ্যান্ড এস ইভেন্টসের আয়োজনে শুরু হতে যাচ্ছে ঈদমেলা। রাজধানীর দৃক গ্যালারিতে আগামী ২৭ মে, শুক্রবার থেকে শুরু হবে এই মেলা। চলবে ৫ জুন পর্যন্ত।
শাড়ি, চুড়ি, সালোয়ার কামিজ, দেশীয় পণ্য, শিশুদের পোশাক, ঘড়ি, মানসম্মত কসমেটিকসসহ ঈদ শপিংয়ের প্রয়োজনীয় সবই মিলবে দৃক গ্যালারির এক ছাদের নিচে। এছাড়া মেলার বিশেষ আকর্ষণ হিসেবে টি অ্যান্ড এস ইভেন্টস আয়োজন করেছে মেহেদী উৎসবের।