দুটি উপাদানেই ত্বকের কালো দাগ দূর!

সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে অনেক সময় মুখে কালো ছোপ ছোপ দাগ পড়ে । যা ত্বকের লাবণ্যভাব নষ্ট করে দেয়। তবে প্রাকৃতিক দুইটি উপাদান দিয়ে সহজেই এই দাগ দূর করতে পারেন। জানতে চান উপাদান দুটি কী কী? তাহলে বোল্ডস্কাই ওয়েবসাইটের এই পরামর্শটি একবার দেখে নিন।
যা যা লাগবে
একটি ডিমের সাদা অংশ ও এক টেবিল চামচ মধু। ডিমের প্রোটিন কালো দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে। আর মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ত্বকের সংক্রমণ জাতীয় জীবাণু ধ্বংস করে। এ ছাড়া ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও এই উপাদানটি খুবই উপকারী।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে ডিমের সাদা অংশ ও মধু একসঙ্গে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট হালকাভাবে ম্যাসাজ করুন। এবার ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুইবার মুখে এই প্যাক ব্যবহার করুন।
পরামর্শ
১. বাইরে যাওয়ার আগে অবশ্যই ত্বকে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।
২. দিনে অন্তত ৩বার মুখ ক্লিনজার দিয়ে পরিষ্কার করুন।
৩. প্যাক লাগানোর পর মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।