সেইলর-এর বর্ষপূর্তিতে ছাড়

ঐতিহ্যের সাথে আভিজাত্যের মিশেলে সেইলর তৈরি করে চলেছে সব ফেস্টিভ বা স্ট্রিট ক্যাজুয়াল ফ্যাশন আউটফিট। পোশাকের প্যাটার্ন ও কাট বৈচিত্র্যের সাথে যোগ হয়েছে এমব্রয়ডারি এবং প্রিন্টেড ভ্যালু এডিশন।
গত এক বছরে সেইলর আস্থা অর্জন করতে পেরেছে ক্রেতাদের। গত ৩ এপ্রিল ছিল সেইলরের প্রথম বর্ষপূর্তি। এই আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে সেইলর তাই দিয়েছে বিশেষ ছাড়।
রেগুলার আউটফিট এখন আরো বেশি সাশ্রয়ী। বর্ষপূর্তি ছাড়ের জন্য এখন থেকে পুরো এপ্রিল মাস থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ে কেনাকাটার সুযোগ। পাশাপাশি তরুণ তরুণীদের জন্য বৈশাখের নতুন পোশাকের সংগ্রহও রয়েছে।
এ প্রসঙ্গে সেইলরের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট রেজাউল কবির জানান, ‘সেইলর তারুণ্যের ফ্যাশন প্ল্যাটফর্ম। তাই এক বছর পূর্তিতে আমরা আনন্দ ভাগ করে নিচ্ছি তারুণ্যের পছন্দের পোশাক ক্রয়ে বিশেষ ছাড়ের সুযোগ দিয়ে। পাশাপাশি বাঙালির প্রাণের উৎসব বৈশাখেও থাকছে পাশ্চাত্যের সাথে দেশি ট্রেন্ড।’
বৈশাখী পোশাকগুলোর থিম হিসেবে ব্যবহার হয়েছে আলপনা, ফ্লোক আর্ট ও রং বৈচিত্র্যতা। পিগমেন্ট প্রিন্ট, কাট অ্যান্ড স্যু ডিজাইন এবং বটম কাটিংয়ে গোলাকার শেপ প্রাধান্য পেয়েছে।
ধানমণ্ডি, উত্তরা, যমুনা ফিউচার পার্ক ও পুলিশ প্লাজাসহ সাতটি আউটলেটের পাশাপাশি নিত্যনতুন সেইলর- প্রোডাক্টের খোঁজখবর পাবেন ফেসবুকে সেইলরের (www.facebook.com/clothings.sailor) অফিশিয়াল পেজে।