অনন্যা
চেষ্টা করলে সবকিছুই সম্ভব : এলিজা বিনতে এলাহি

পেশায় শিক্ষক। শিক্ষাদানেই তাঁর আনন্দ। বলছি এলিজা বিনতে এলাহির কথা। যিনি প্রমাণ করেছেন, দেরি বলে কোনো কথা নেই। যেকোনো বয়সেই মানুষ সফল হতে পারেন। যদি তাঁর ইচ্ছা ও আগ্রহ থাকে। তবে প্রত্যেক মানুষকে নিজেকে ভালোবাসারও উপদেশ দেন এই সফল নারী, যা তাঁকে সুস্থ ও আত্মবিশ্বাসী করতে সাহায্য করেছে। এনটিভি অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি জানালেন নিজের জীবনযাপনের ধরনের কথা।
প্রশ্ন : শিক্ষকতাকে পেশা হিসেবে কেন বেছে নিলেন?
এলিজা বিনতে এলাহি : আসলে আমি আমার ক্যারিয়ার শুরু করেছি অনেক দেরি করে। আমার ছেলেকে পড়াতে গিয়ে আমি বুঝতে পেরেছি, কাউকে শেখানোর আনন্দই অন্য রকম। মূলত আমার ছেলের সামনে একটা উদাহরণ হতে চেয়েছি যে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আমার ইচ্ছা ছিল, সমাজে কোনো অবদান রাখতে না পারলেও পরিবারে যেন কিছুটা হলেও অবদান রাখতে পারি। আমাকে দেখে আমার ছেলে বুঝতে পারবে, দেরি বলে কোনো কথা নেই। মানুষ যখন শুরু করতে চাইবে, তখনই শুরু করতে পারবে।
প্রশ্ন : এই পেশার সঙ্গে ফ্যাশনের কি কোনো সম্পর্ক আছে?
এলিজা বিনতে এলাহি : হ্যাঁ, তবে শুধু সাজপোশাকে ফ্যাশন থাকলে চলবে না। ক্লাসে কীভাবে কথা বলছি, কীভাবে পড়াচ্ছি সবকিছুই ফ্যাশনের অন্তর্ভুক্ত। একেকজনের কাজের ধরন একেক রকম। একেকজনের কাজের ফ্যাশনও একেক রকম।
প্রশ্ন : স্টাইল বা ফ্যাশন বলতে আপনি কী বোঝেন?
এলিজা বিনতে এলাহি : প্রতিদিন আমি যা করছি, যা পরছি সেটাই আমার কাছে ফ্যাশন বা স্টাইল। তবে ফ্যাশন হচ্ছে, যে পোশাকটি পরছি সেটা আর স্টাইল হচ্ছে নিজস্বতা।
প্রশ্ন : প্রত্যেক মানুষের ফ্যাশন বিষয়ে গ্রুমিং থাকা কি প্রয়োজন?
এলিজা বিনতে এলাহি : আমার মনে হয় না, ফ্যাশনের সঙ্গে পোশাকের সম্পর্ক রয়েছে। এই গ্রুমিং না থাকলেও চলবে। তবে কথা বলার ধরন, ধ্যান-ধারণা, মনমানসিকতা এগুলোতে অবশ্যই গ্রুমিংয়ের প্রয়োজন আছে, যা প্রত্যেক মানুষের জন্যই জরুরি।
প্রশ্ন : পেশার ক্ষেত্রে আপনি কেমন পোশাক বেছে নেন?
এলিজা বিনতে এলাহি : যেকোনো আরামদায়ক পোশাকই আমার ভালো লাগে। কাজের প্রয়োজনে শাড়ি পরা হয় বেশি। তবে সালোয়ার-কামিজ, শার্ট, ফতুয়া ও জিন্স আমার খুবই পছন্দ। এগুলো পরে স্বাচ্ছন্দ্য অনুভব করি।
প্রশ্ন : ব্যক্তিগত জীবনে কোন ধরনের সাজপোশাক আপনার ভালো লাগে?
এলিজা বিনতে এলাহি : ব্যক্তিগত জীবনে ফতুয়া ও জিন্স বেশি পরি। আর কোথায় যাচ্ছি, তার ওপর আমার পোশাক বাছাইটা অনেকাংশে নির্ভর করে।
প্রশ্ন : সেরা ফ্যাশন ডিজাইনার কে?
এলিজা বিনতে এলাহি : গ্যাব্রিয়াল কোকো ক্যানেল। মেয়ে ও ক্লাসিক ফ্যাশন ডিজাইনার হিসেবে তাকে আমার খুবই পছন্দ। তার ডিজাইন করা পোশাক আমার খুব ভালো লাগে।
প্রশ্ন : আপনজনের কারো কোনো ফ্যাশন ট্রেন্ড এখনো কি অনুসরণ করেন?
এলিজা বিনতে এলাহি : আমি খুব একটা কাউকে অনুসরণ করি না। তবে আমার মা অনেক ফ্যাশনসচেতন ছিলেন। সে সময়কার দিনে তিনি যে এতটা সচেতন ছিলেন, সেটা ভাবলেই আমার ভালো লাগে।
প্রশ্ন : কোন অনুষঙ্গ আপনার বেশি ভালো লাগে?
এলিজা বিনতে এলাহি : আমি অ্যাকসেসরিজ খুব একটা পরি না। হঠাৎ হাতে আংটি পরি। আর কানে ও গলায় কখনো কিছু পরা হয় না। তবে জুতা ও ব্যাগ আমার খুবই পছন্দ।
প্রশ্ন : পোশাক না অনুষঙ্গ, কোনটি বেশি প্রাধান্য দেন?
এলিজা বিনতে এলাহি : অবশ্যই পোশাক। ভারী ভারী গয়না পরতে আমার ভালো লাগে না। আর আমি পরিও না।
প্রশ্ন : কোন রঙের পোশাক পরতে বেশি ভালো লাগে?
এলিজা বিনতে এলাহি : কালো ও সাদা। বলতে গেলে, আমার বেশির ভাগ পোশাকই এ দুইটা রঙের।
প্রশ্ন : পার্লারে গিয়ে, না বাসায় পরিচর্যা—কোনটিকে প্রাধান্য দেন?
এলিজা বিনতে এলাহি : দুটোই। আমার কাছে মনে হয়, সময় ও সামর্থ্য থাকলে সব মেয়েরই পার্লারে যাওয়া উচিত। এতে নিয়ম করে নিজের পরিচর্যাটা হয়। আর বাসায়ও ত্বক অনুযায়ী টুকটাক নিজের যত্ন নেওয়া জরুরি।
প্রশ্ন : প্রত্যেক নারীর কোন বিষয়ে সচেতন হওয়া উচিত?
এলিজা বিনতে এলাহি : প্রত্যেক নারীরই অর্থনৈতিক স্বাধীনতা ও ব্যক্তি-স্বাতন্ত্র্যতার বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরি, যাতে সে নিজের, নিজের পরিবার এবং সমাজকে সাহায্য করতে পারে। কিছু অবদান রেখে যেতে পারে।
প্রশ্ন : চাকরিজীবী নারী বা কোনো পেশায় জড়িত থাকা নারীদের কি বাড়তি যত্ন নেওয়া জরুরি?
এলিজা বিনতে এলাহি : প্রত্যেক নারীরই বাড়তি যত্নের প্রয়োজন আছে। পোশাক বাছাই, নিজেকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা সবারই জরুরি। আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজের কাছে নিজেকে সুন্দর মনে হলে সব কাজেই আগ্রহ খুঁজে পাবেন, আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।
প্রশ্ন : নিজেকে ফিট রাখতে কী করেন?
এলিজা বিনতে এলাহি : আমার সকাল হয় ভোর ৬টায়। ৭টার সময় আমি ব্যায়াম করি। এর পর কাজে বেরিয়ে পড়ি। আমি প্রচুর পরিমাণে পানি খাই। তবে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে খুব একটা বাছাবাছি করি না। ফলের জুস খাই নিয়ম করে। মূলত আমাকে সুস্থ রাখতে এবং আত্মবিশ্বাসী রাখতে শারীরিক পরিচর্যা আমাকে অনকেটা সাহায্য করে।
সংক্ষিপ্ত পরিচয়
এলিজা বিনতে এলাহি
ফ্যাকালটি অ্যান্ড কো-অর্ডিনেটর অব এমবিএ অ্যান্ড ইএমবিএ পোগ্রাম
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া