‘নগরদোলা’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশি সংস্কৃতিকে চেতনায় ধারণ করে নিত্যনতুন ডিজাইনে ‘নগরদোলা’ আধুনিক পোশাকের প্রচার ও প্রসারে কাজ করে আসছে গত নয় বছর। গতকাল ২ এপ্রিল ‘নগরদোলা’র নবম জন্মবার্ষিকী ও বৈশাখ উৎসব উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটির ধানমণ্ডি আউলেটে এক বর্ণিল আনন্দ অনুষ্ঠান ও পোশাক প্রদর্শনী আয়োজিত হয়। বেলা ১১টায় দিনব্যাপী এই আনন্দযজ্ঞের উদ্বোধন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম।
এ সময় কাজী রফিকুল আলম বলেন, ‘নগরদোলা দেশি পোশাকের বাজারে তার অবস্থান দৃঢ় করেছে। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আমাদের স্থানীয় ডিজাইন নিয়ে বৈচিত্র্যময় পোশাকই তৈরি করে আসছে। নয় বছর পার করে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে। আমি আশা করি, আগামী দিনগুলোতেও আমরা আপনাদের পাশে পাব।’
এ ছাড়া এ বছরের বৈশাখ উৎসব সামনে রেখে ‘নগরদোলা’ নিয়ে এসেছে আকর্ষণীয় নতুন সব কালেকশন। বৈশাখের রং লাল-সাদাকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে পোশাকগুলো।
দেশবরেণ্য ফ্যাশন ব্যক্তিত্ব, মডেল, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আড্ডায় আর আনন্দে ‘নগরদোলা’র নবম জন্মবার্ষিকী ও বৈশাখ উৎসব উদযাপন অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত।