চুল তার কবেকার
সফট কার্ল ব্লো আউট

তাড়াহুড়ো করে কোনো অনুষ্ঠানে যেতে হলে চুল বাঁধা নিয়ে অনেকেই সমস্যায় পড়ে যান। অনুষ্ঠানে যে পোশাকটি আপনি পরবেন বলে ভাবছেন, সেটি হয়তো খোঁপার সঙ্গে ভালো লাগছে না আবার বেণিতেও মানাচ্ছে না। পুরোপুরি খোলা চুলও আপনার মনমতো হচ্ছে না। এ ক্ষেত্রে নিজেই সামান্য বুদ্ধি খাটিয়ে করে ফেলুন সফট কার্ল ব্লো আউট স্টাইল। খুব সহজ তবে স্টাইলে কোনো অংশ কম না। এমন করে চুল বাঁধলে ঝামেলাও কম আবার পোশাকের সঙ্গে মানিয়েও যায় বেশ। নিচের দিকের ঢেউখেলানো চুল আপনার পুরো সৌন্দর্যকে এক নিমেষেই বদলে দেবে।
সহজ উপায়ে কীভাবে চুলে এই স্টাইল করবেন সে সম্বন্ধে পরামর্শ দিয়েছেন স্টাইল লাইঞ্জের অন্যতম কর্ণধার ও চুল বিশেষজ্ঞ সাহিল খান।
যেভাবে সফট কার্ল ব্লো আউট স্টাইলটি করবেন
প্রথমে চুলে ভালো করে শ্যাম্পু করে নিন। এবার ড্রায়ার দিয়ে পুরোপুরি শুকিয়ে নিন। হাতে সামান্য মুজ নিয়ে চুলের নিচের দিকে লাগান। এরপর ছোট ছোট রোলার দিয়ে নিচের দিকের চুল বাইরের দিকে পেঁচিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এখন ড্রায়ার দিয়ে পাঁচ মিনিট এই রোলে পেঁচানো চুলে হিট দিন। এতে স্টাইলটি অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হবে। কিছুক্ষণ পর চুল থেকে রোলারগুলো খুলে ফেলুন। এভাবে নিজেই খুব সহজে সফট কার্ল ব্লো আউট স্টাইলটি করতে পারেন।
পরামর্শ
১. মুজ ব্যবহারের কারণে চুল রুক্ষ হয় যেতে পারে। এ জন্য সপ্তাহে অন্তত একদিন চুলে প্রোটিন প্যাক ব্যবহার করুন। কলা ও টক দই একসঙ্গে মিলিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এবার শ্যাম্পু করে ভেজা চুলে এই প্যাক লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ১৮ ঘণ্টা হয়ে গেলে চুলে শ্যাম্পু করতে পারবেন। এর আগে শ্যাম্পু করলে এই প্রোটিন পুরোপুরি চুল পাবে না।
২. যাদের কাঁধ পর্যন্ত বা কাঁধের নিচ পর্যন্ত চুল তাদের এই স্টাইলে দেখতে ভালো লাগবে।
৩. সাধারণত ওয়েস্টার্ন বা পশ্চিমা পোশাকের সঙ্গে চুলের এই স্টাইল ভালো মানায়। তবে শাড়ির সঙ্গেও দেখতে মন্দ লাগবে না।
মডেল : আইরিন ঝরা, হেয়ারস্টাইল ও মেকআপ : সাহিল খান, ছবি : সৈয়দ অয়ন