‘রঙ বাংলাদেশ’-এর নতুন শাখার উদ্বোধন

ফেনীতে ‘রঙ বাংলাদেশ’-এর নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে। ছবি : রঙ বাংলাদেশ
‘রঙ’ নতুন বছরের সূচনায় ‘রঙ বাংলাদেশ’ হিসেবে আত্মপ্রকাশের পর পুরোনো শাখাগুলোর সঙ্গে তৃতীয় নতুন শাখা সংযোজিত হয়েছে গতকাল ২৬ মার্চ। ফেনীর এফ রহমান এসি মার্কেটে নতুন এই শাখার উদ্বোধন করেন ‘রঙ বাংলাদেশ’-এর কর্ণধার সৌমিক দাস। উপস্থিত ছিলেন ‘রঙ বাংলাদেশ’-এর সিওও অভিজিৎ রায়, শ্রাবণী সাহা, মাসুদা আক্তার, শুভানুধ্যায়ী-বন্ধু-স্বজনসহ গণ্যমান্য অতিথিরা।
ফেনীর আউটলেটে ভোক্তারা তাঁদের পছন্দের প্রতিটি ফ্যাশন পণ্য খুঁজে পাবেন। পোশাক, অ্যাকসেসরিজ, হোমটেক্সটাইল ইত্যাদি থাকবে নতুন আয়োজন ও আঙ্গিকে এবং ডিজাইনের নতুন উপস্থাপনায়।
দুই দশকের বেশি সময় ধরে ‘রঙ’ ফ্যাশনপ্রিয় বাঙালিকে তাদের পোশাক আর অ্যাকসেসরিজ দিয়ে রাঙিয়ে এসেছে। সেই ধারা অব্যাহত রাখতে প্রত্যয়ী ‘রঙ বাংলাদেশ’।