কে-ক্র্যাফটে শিশুদের বৈশাখী আয়োজন

শিশুদের জন্য এই নববর্ষে কে-ক্র্যাফট করেছে বিশেষ আয়োজন। শিশুদের সালোয়ার-কামিজ, মেয়েদের ফ্রক, স্কার্ট-টপস ও ফতুয়া থাকছে বিভিন্ন দামে। লাল, কমলা, হলুদসহ উজ্জ্বল নানা রং শোভা পেয়েছে শিশুদের পোশাকে। এ পোশাকগুলোতে এমব্রয়ডারি, সিকোয়েন্স, হাতের কাজ করা হয়েছে। ছেলেদের জন্য থাকছে বৈশাখী ফতুয়া-প্যান্ট, শার্ট-প্যান্ট, টি-শার্ট ও পাঞ্জাবির কালেকশন। হাতের কাজ, এমব্রয়ডারি কাজ, প্রিন্ট ও নানা মাধ্যমের ব্যবহারে তৈরি পোশাকগুলো উৎসবমুখী, আরামদায়ক এবং কাট ও ফিনিশে উন্নত। শিশুদের পোশাকে মোটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে পাখা, কলস, পাখি, ড্রাই ফিশ, ঘণ্টা, হাতি, ঘোড়া, ময়ূর, ঘুড়ি, হাঁস, মোরগ ও টমটম গাড়ি।
এ ছাড়া অ্যাকোয়া ফিশ, চিলড্রেন পেইটিং, ফোক আর্ট, পেঁচা, ঘুড়ি ইত্যাদি বিষয় নিয়ে ফতুয়া, টি-শার্ট, শর্ট পাঞ্জাবি অলংকিত করা হয়েছে।
আর এই বিশেষ আইটেমগুলো পাওয়া যাচ্ছে কে-ক্র্যাফটের বনানী ১১ নম্বর রোড, নিউ বেইলি রোড, সীমান্ত স্কয়ার, সোবহানবাগ, মালিবাগ মৌচাকের কাছে, মিরপুর-২ স্টেডিয়ামের বিপরীতে, দেশীদশ বসুন্ধরা সিটি লেভেল-৭, গুলশান দেশীদশ তেজগাঁও বা/এ গুলশান লিংক রোড, উত্তরা টাওয়ার : উত্তরা সেক্টর-৩, আজিজ সুপারমার্কেট শাহবাগ, যমুনা ফিউচার পার্ক, সিলেট দেশীদশ ও চট্টগ্রাম দেশীদশে।