‘শ্রদ্ধা’য় বৈশাখের বিশেষ আয়োজন

‘শ্রদ্ধা’ ফ্যাশন হাউসের ফ্যাশন ভাবনার মূলস্রোতকে বেগবান করেছে আবহমান বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের মূল্যবোধ। তাই বৈশাখ এলেই বাংলা নববর্ষকে বরণ করতে ‘শ্রদ্ধা’ নতুন নতুন পসরা নিয়ে নিজস্ব পরিচয়ে ও সৃজনশীল ভাবনায় আপ্লুত হয়ে আবির্ভাব হয় সবার মাঝে আপন সৌরভে।
‘শ্রদ্ধায়’ বৈশাখের বিশেষ আয়োজনের পোশাকগুলোতে অফহোয়াইট, সাদা, ধূসরসহ অনেক অফটোনের রঙের পাশাপাশি উৎসব হিসেবে লাল-সাদা, হলুদ, নীল, বেগুনি প্রভৃতি রংও ব্যবহার করা হয়েছে।
বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটির কী কী লাগতে পারে, তা খুঁজে খুঁজে এনে ‘শ্রদ্ধা’য় সাজিয়ে রাখা হয়েছে। এ ছাড়া শ্রদ্ধার প্রতিটি সামগ্রীতে গুরুত্ব দেওয়া হয়েছে আরামকে।
‘শ্রদ্ধা’য় প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য কেবল পোশাক পরিচ্ছদ নয়, টুপি, জায়নামাজ, তসবিহ, ছড়ি, গানের সিডি, ম্যাচিং ওড়না, শাল, ধুতি, বিছানার চাদর ছাড়াও প্রয়োজনীয় টুকিটাকি সবই আছে।