নাকের শুষ্ক চামড়া দূর করুন পাঁচ মিনিটেই!

গরমের সময় নাক অনেক বেশি শুষ্ক হয়ে যায় এবং মরা চামড়ার সমস্যা দেখা দেয়। মেকআপ করলেও এই চামড়া নাকের ওপর দেখা যায়।
আর এই শুষ্ক চামড়ার কারণে চুলকানিও হয়। এ সমস্যা চাইলে ঘরোয়া উপায়ে দূর করতে পারেন। কারণ, কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনী এটি সাময়িক সময়ের জন্য ঢেকে রাখবে; কিন্তু পরে আবার চামড়া উঠতে শুরু করবে।
মাত্র পাঁচ মিনিটেই নাকের এই শুষ্ক চামড়া দূর করার কিছু উপায়ের কথা বলা হয়েছে জীবনধারাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাই-এর লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
অ্যালোভেরার রস
অ্যালোভেরার রস নাকের ওপর লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। সেটি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার পানি দিয়ে নাক ধুয়ে ফেলুন। এক ঘণ্টা পর একইভাবে নাকে অ্যালোভেরার রস দিয়ে ম্যাসাজ করুন। দেখবেন, নাকের শুষ্কতা একেবারেই দূর হয়ে যাবে।
টমেটোর রস
টমেটোর রসে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে, যা ত্বকের জন্য খুবই উপকারী। টমেটোর রস দিয়ে পুরো নাক ম্যাসাজ করে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে নাক ধুয়ে ফেলুন।
মিল্ক ক্রিম
মিল্ক ক্রিম ফ্রিজে এক ঘণ্টা রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে নাকের ওপর এই ক্রিম দিয়ে ম্যাসাজ করুন। রাতে ঘুমানোর আগে এই ম্যাসাজ করুন। সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন। দেখবেন, শুষ্ক চামড়া দূর হওয়ার পাশাপাশি নাক নরম ও মসৃণ হবে।
কমলার রস
এটি নাকের শুষ্কতা দূর করতে বেশ কার্যকর। কমলার রস নাকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে তা ধুয়ে ফেলুন। তবে যাঁদের ত্বক স্পর্শকাতর, তাঁদের এই রস ব্যবহার না করাই ভালো।