সহকর্মীদের গুজব এড়াবেন কীভাবে?

গুজব বা গসিপ নিত্যদিনের সঙ্গী। পরিবার বা বন্ধুদের গুজব সহ্য করা যায় কিংবা সেই গুজবের বিরুদ্ধে জোরগলায় কথা বলাও সম্ভব। কিন্তু অফিসের গুজব খুবই লজ্জাজনক ও কষ্টদায়কও বটে। এটি খুব কম সময়ের মধ্যে রীতিমতো বাজে পরিবেশের সৃষ্টি করে। তাই এসব গুজব বা গসিপ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
অফিসে সহকর্মীদের গুজব কীভাবে এড়াবেন, সে সম্বন্ধে কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট আইডিভাতে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
ভুলেও উত্তেজিত হবেন না
যতক্ষণ না পুরোপুরি সত্যটা আপনি জানতে পারছেন, ততক্ষণ পর্যন্ত সহকর্মীদের সামনে ভুলেও উত্তেজিত হবেন না। আর সত্য জানার পরও এমন কোনো আচরণ করা যাবে না, যাতে অফিসে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়। এমনিতেই কেউ কারো সম্বন্ধে কোনো গুজব রটাতে পারে না। আপনি নিশ্চয়ই এমন কোনো আচরণ করেছে যাতে সহকর্মীরা আপনাকে সন্দেহ করছে। তাই অফিসে এ ধরনের সন্দেহ করার মতো আচরণ থেকে বিরত থাকুন।
আবেগপ্রবণ হওয়া যাবে না
এটা ঠিক যে নিজের সম্বন্ধে গুজব শুনলে অনেক খারাপ লাগে। তবুও অফিসে আবেগপ্রবণ হবেন না। আর আবেগের কারণে অন্য সহকর্মীর কাছেও কিছু বলবেন না। এতে আপনারই ক্ষতি হতে পারে।
কারণ খুঁজে বের করুন
প্রত্যেকটি গুজবের পিছনে কোনো না কোনো কারণ থেকে। সেই কারণ খুঁজে বের করার চেষ্টা করুন। যদি সেখানে নিজের দোষ থাকে সেটা শোধরানোর চেষ্টা করুন। না হলে ভবিষ্যতে বড় রকমের সমস্যায় পড়তে পারেন।
সরাসরি কথা বলুন
যে মানুষটি আপনার সম্বন্ধে গুজব ছড়াচ্ছে তার সঙ্গে সরাসরি কথা বলুন। তবে একেবারেই উত্তেজিত হবেন না। তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন। কেন সে এমনটা করছে সেটাও বোঝার চেষ্টা করুন। সে আপনাকে ভুল বুঝে থাকলে সেটা তার কাছে পরিষ্কার করুন। আর নিজের ভুল হলে সেটা শোধরানোর চেষ্টা করুন।
কাছের সহকর্মীকে বুঝিয়ে বলুন
অফিসে সবার সঙ্গে সম্পর্ক সমান হয় না। কেউ কেউ খুব কাছের হয়, যার সঙ্গে সব ধরনের কথা বলা যায়। এই সমস্যার কথা আপনি তার সঙ্গে চাইলে বলতে পারেন। এতে কোনো বড় সমস্যা হলে সে আপনাকে সাহায্য করতে পারবে।
অফিসের প্রধানকে জানাতে পারেন
যদি সমস্যা খুব বেশি বেড়ে যায় তাহলে অফিসের প্রধানকে জানাতে পারেন। কারণ এই গুজবের কারণে আপনার কাজের ক্ষতি হচ্ছে। তবে সাবধান, এতে সমস্যা বেড়েও যেতে পারে। তাই যে পদক্ষেপই নিবেন ভবিষ্যতের চিন্তা করে নিন। কারণ পরিবার বা বন্ধুদের মতো অফিস কখনোই আপনাকে বুঝবে না।