উলেন কাপড় কীভাবে সংরক্ষণ করবেন?

ফাল্গুন মাস থেকেই গরম পড়তে শুরু করে। এই সময়টাতে আর শীতের কাপড়ের প্রয়োজন হয় না। তাই এগুলো এখনই তুলে রাখার সময়। তবে উলেন কাপড় ভালোভাবে সংরক্ষণ করে রাখা উচিত, যাতে পরের বছর আবার ব্যবহার করা যায়। উলেন কাপড় কীভাবে সংরক্ষণ করবেন সে সম্বন্ধে কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে টাইমস অব ইন্ডিয়ায়।
১. সব ধরনের উলেন কাপড় ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার রোদে পুরোপুরি শুকিয়ে নিন।
২. কখনোই ড্রাই ক্লিন করে আনার পর দোকানের প্লাস্টিকের ব্যাগে উলেন কাপড় রাখবেন না। এতে উল শুকিয়ে যায় এবং রংও নষ্ট হয়ে যায়।
৩. উলেন কাপড় আলমারিতে খোলা অবস্থায় রাখুন। যাতে এর উল ভালো ও নরম থাকে।
৪. কখনোই উলেন কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না। এতে কাপড়ের শেইপ নষ্ট হয়ে যায়। হালকাভাবে ভাঁজ করে আলমারিতে রেখে দিন।
৫. পরিষ্কার ও শুকনো জায়গায় উলের কাপড় সংরক্ষণ করুন।
৬. উলেন কাপড় সব সময় ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখলে বেশিদিন ভালো থাকে।