চাকরির প্রথম দিন মেয়েরা যা ভাবেন!

চাকরির প্রথম দিন যেমন উত্তেজনা কাজ করে, তেমনি ভয়ও লাগে। এই দিনে আপনি আপনার ক্যারিয়ারে প্রথম পা দিলেন। সে সঙ্গে বস ও সহকর্মীকে পটানোর চিন্তাও মাথায় ঘুরতে থাকে। কিন্তু অনেক দ্রুতই এই অস্থিরতা কেটে যায় এবং আপনি কাজে মহাব্যস্ত হয়ে পড়েন। তবে আপনি জানলে খুবই অবাক হবেন, মেয়েরা তাঁদের চাকরির প্রথম দিন মনে মনে অনেক কিছুই ভাবেন, যার কোনো ভিত্তি নেই। মেয়েদের এই মনের কথাগুলো জানিয়েছে জীবনধারাবিষয়ক আইডিভা ওয়েবসাইট।
১. আচ্ছা, আজ কি আমার কিছু বলা উচিত? প্রথম দিন তো কিছু না বলাই ভালো। আর আজ কোনো সিদ্ধান্ত দেওয়াও ঠিক হবে না। কয়েক দিন যাক, এই কথার ঠিকই জবাব দেব।
২. আমি বোধ হয় একটু বেশিই সেজে ফেলেছি। আর আমার পোশাকটাও অফিস অনুযায়ী ঠিক মানাচ্ছে না। মনে হচ্ছে, কোনো অনুষ্ঠানে এসেছি। কাল থেকে ছিমছাম কিছু পরে আসব।
৩. ইশ, আমার পাশে যেন কোনো সুদর্শন পুরুষ সহকর্মী বসে। যার কাছে চাইলেই সাহায্য পাওয়া যাবে। কোনো হিংসুটে মেয়ে যেন আমার পাশে না বসে। তাহলে আর শান্তিতে কাজ করতে পারব না।
৪. আচ্ছা... এই আমার নতুন বস। এখন তো ভালোই মনে হচ্ছে। পরে বোঝা যাবে সে আসলে কতটা ভালো! কাজ না পারলেই আসল চেহারা দেখতে পারব।
৫. কালো পোশাকটা দেখতে খুবই ভালো লাগছে। কিন্তু যে মেয়েটি পরেছে, তাঁকে একদমই ভালো লাগছে না। অন্য কেউ পরলে হয়তো ভালো লাগত।
৬. অফিসের ওয়াশরুমে টয়লেট পেপার আছে তো? না থাকলে আমি কোনোভাবেই সেই ওয়াশরুমে যেতে পারব না।
৭. উফ... এই অফিসের খাবার এত বাজে কেন? এগুলো খেয়ে থাকতে হবে? কাল থেকে বাসার খাবার নিয়ে আসতে হবে। এটাও তো অনেক ঝামেলার কাজ। কী যে করব?
৮. এই মেয়েটা আমার সঙ্গে এভাবে কথা বলল কেন? ও কি আমাকে পছন্দ করেনি? ওর কাছ থেকে দূরে থাকতে হবে। না হলে আমার বিপদ হতে পারে।
৯. অফিসে কোনো সুদর্শন পুরুষ নাই কেন? এখনো তো একজনকে দেখলাম না। ছুটিতেও থাকতে পারে। ইশ, আমার পছন্দমতো কোনো পুরুষ সহকর্মী যদি পেতাম!
১০. ইশ, আজকের দিনটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যেত? আজ একদমই কাজ করার মন নেই। তবে প্রথম দিনেই আগে বের হওয়া ঠিক হবে না। কিন্তু আমার বন্ধুরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কী বলব ওদের?
১১. কাল অফিসে এতটা অস্থির লাগবে না। কিছুটা দুশ্চিন্তা কমবে বলে মনে হচ্ছে। আজ প্রথম দিন তো, তাই এমন হচ্ছে।
১২. একটানা এতক্ষণ প্রতিদিন কীভাবে কাজ করব? আজ তো কম কাজ করেছি। কাল থেকে কাজের চাপ আরো বেড়ে যাবে। কী হবে আমার?