কে-ক্র্যাফটে শিশুদের একুশের আয়োজন

অন্যান্য বছরের মতো এবারও কে-ক্র্যাফট একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শিশুদের জন্য পোশাকের আয়োজন করেছে। এবার পোশাকের অবয়ব অলংকরণে নানাভাবে বর্ণমালাকে মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে। বর্ণ ও শব্দমালার বিন্যাসে আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। বাংলা বর্ণমালা ব্যবহারের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে স্বীকৃত আদি বাংলা বর্ণমালাও ব্যবহৃত হয়েছে। রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে শোকের কালো, সূর্যের লাল, বিষণ্ণতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদার সমতলকে।
আর এই বিশেষ আইটেমগুলো ফেব্রুয়ারির পুরো মাস পাওয়া যাবে কে-ক্র্যাফটের বনানী, নিউ বেইলি রোড, সীমান্ত স্কয়ার, সোবহানবাগ, মালিবাগ মৌচাকের কাছে, মিরপুর-২ স্টেডিয়ামের বিপরীতে, দেশীদশ বসুন্ধরা সিটি, গুলশান দেশীদশ, উত্তরা, আজিজ সুপারমার্কেট শাহবাগ, যমুনা ফিউচার পার্ক, সিলেট দেশীদশ ও চট্টগ্রাম দেশীদশে। এ ছাড়া এই আয়োজন দেখে নেওয়া যাবে ওয়েবসাইটে (www.kaykraft.com) এবং ফেসবুকে (www.facebook.com/kaykraft.com.bd)।