চকলেট দিবস
তোমার জন্য চকলেট

আজ চকলেট দিবস। মাঝেমধ্যে প্রিয়জনকে চকলেট দিলে সম্পর্কটা জম্পেশ হয়ে ওঠে। রসিকজনের মন্তব্য, নারীরা নাকি অনেক সময় প্রেমিকের চেয়েও বেশি বেশি ভালোবাসেন চকলেট! সে যাই হোক, আজকের দিনে চকলেট দিতে ভুলচুক করলে চলবে না কিন্তু। আর তা ছাড়া চকলেট দিলে কিন্তু আখেরে আপনারই লাভ। কেন? বোল্ডস্কাই থেকে জেনে নিন।
দ্রুত মেজাজ ভালো করে
চকলেট দ্রুত মন ভালো করে দেওয়ার চমৎকার হাতিয়ার। চকলেটের মধ্যে এমন উপাদান রয়েছে, যেটি দ্রুত মেজাজ ভালো করে দেয়।
মজার কথা জানেন? অনেক বিবাহিত পুরুষই বউয়ের মেজাজ ভালো করতে চকলেট উপহার দেন।
চকলেট মজাদার
চকলেট যতই খাবেন, আরো খেতে ইচ্ছে করবে। চকলেট খেতে আসলেই খুব মজা। কাউকে যদি তার এমন পছন্দের খাবারটি উপহার দেন, তাহলে তো সে আপনার প্রতি খুশি হবেই।
সময় ভালো কাটে
ক্যাফেইন, চকলেট—গুলো মস্তিষ্কের সেরোটোটিন হরমোনের মাত্রায় বাড়ায়। এনড্রোফিন হরমোনের মাত্রা কমায়। এতে মন ভালো হয়। আর মন ভালো থাকলে সময় তো ভালো কাটবেই।
মন জয় করতে
আপনি যদি বন্ধুকে অনেকগুলো চকলেট দেন, সে অবশ্যই খুশি হবে। সে যদি চকলেট ভক্ত হয়ে থাকে, তাহলে তাঁকে তাঁর পছন্দসই বা এমন কোনো চকলেট দিতে পারেন যেটির জন্য তাঁর বিপুল আগ্রহ। যেমন ধরুন, বেলজিয়ান ডার্ক চকলেট যদি সত্যিকারের চকলেটভক্তকে উপহার দেন, তাহলে সে যে কতটা খুশি হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না!