তিন উপায়ে ঠোঁটের কালচে দাগ দূর করুন!

ঘরোয়া উপায়ে ঠোঁটের কালচে দাগ দূর করুন। ছবি : সংগৃহীত
কালচে, অতিরিক্ত শুষ্ক ও মলিন ঠোঁটের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। সূর্যের ক্ষতিকর রশ্মি, রাসায়নিক দ্রব্যসমৃদ্ধ প্রসাধনী ব্যবহার ও জীবনধারার পরিবর্তনের কারণে এমনটা হয়। এ ক্ষেত্রে একটু বাড়তি যত্ন নিলেই ঠোঁটের এ সমস্যা দূর করা সম্ভব। টাইমস অব ইন্ডিয়ার পরামর্শ অনুযায়ী তিনটি ঘরোয়া উপায়ে কালচে দাগ দূর করে ঠোঁট নরম ও মসৃণ করুন।
- সপ্তাহে অন্তত একদিন ঠোঁটে স্ক্রাব ব্যবহার করলে মরা কোষ দূর হয়ে ঠোঁট মসৃণ হবে। কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে এক চা চামচ চিনি মিশিয়ে ঠোঁটে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এবার পানি দিয়ে ধুয়ে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। এতে ঠোঁটের রুক্ষতা দূর হবে।
- লেবুর রস ঠোঁটের কালচে দাগ দূর করতে বেশ কার্যকর। রাতে ঘুমানোর আগে ঠোঁটে লেবুর রস দিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। কয়েক মাস নিয়মিত এভাবে ঠোঁট লেবুর রস দিয়ে ম্যাসাজ করুন। এতে ঠোঁটের কালচে দাগ পুরোপুরি উঠে যাবে। আপনি চাইলে এক টুকরা লেবুতে চিনি লাগিয়ে ঠোঁটে ম্যাসাজ করতে পারেন। এতে মরা কোষ দূর হওয়ার পাশাপাশি ঠোঁট উজ্জ্বল হবে।
- বিটরুটের রস ঠোঁটের গোলাপি আভা ধরে রাখে। এ ছাড়া এটি প্রাকৃতিক ব্লিচেরও কাজ করে, যা ঠোঁটকে উজ্জ্বল করে। রাতে ঘুমানোর আগে বিটরুটের রস দিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন। পরের দিন সকালে ধুয়ে ফেলুন। এ ছাড়া বিটরুটের রসের সঙ্গে সামান্য গাজরের রস মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এই রস দিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা এক সপ্তাহ এই রস ব্যবহার করলে কালচে দাগ দূর হয়ে ঠোঁট হবে উজ্জ্বল ও মসৃণ।