বিজয়ের পোশাক নিয়ে চট্টগ্রামে অঞ্জন’স

বন্দরনগরী চট্টগ্রামে দেশীয় লাইফস্টাইল ব্র্যান্ড অঞ্জন’স আয়োজন করেছে বিজয়ের পোশাক প্রদর্শনী। দেশীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার রঙের মোটিফ ব্যবহার করে পোশাকের ক্যানভাস রাঙানো হয়েছে।
গত ৮ ডিসেম্বর চট্টগ্রামের জিইসি মোড়ে ‘বিজয়ের পোশাক ২০১৫’ শীর্ষক পোশাক প্রদর্শনী ও অঞ্জন’স চট্টগ্রামের দ্বিতীয় শাখার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এ সময় অঞ্জনসের প্রধান নির্বাহী শাহীন আহম্মেদ, প্রধান ডিজাইনার লায়লা খায়ের কনক, প্রখ্যাত ডিজাইনার চন্দ্র শেখর সাহাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও অঞ্জনসের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অঞ্জনসের প্রধান নির্বাহী শাহীন আহম্মেদ বলেন, ‘দেশীয় পোশাকের বড় বাজার তৈরিই অঞ্জনসের মূল লক্ষ্য। সব সময় বাংলাদেশের গৌরবের বিষয়গুলো পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে অঞ্জন’স। পোশাকের ভাবনায় দেশ ও দেশের ঐতিহ্য ও বিশেষ দিনগুলোকে অঞ্জন’স সব সময় বিশেষ ভূমিকায় উপস্থাপন করেছে। এরই ধারাবাহিকতার বিজয় দিবসকে কেন্দ্র করে এবারের আয়োজন ‘বিজয়ের পোশাক ২০১৫’।
বাংলাদেশের পতাকার রং লাল ও সবুজ এবং জাতীয় ফুল শাপলার অনুপ্রেরণায় এবারের বিজয় দিবসের আয়োজন সাজানো হয়েছে।
সব বয়সীদের জন্য পোশাক রয়েছে এই আয়োজনে। নতুন ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, শার্ট, ফতুয়া আনা হয়েছে নতুন এই আয়োজনে।
অঞ্জনসের নতুন আয়োজনে সুতি কাপড় প্রাধান্য পেয়েছে। বছরের এই সময়ে যেহেতু শীত থাকে তাই সে কথা মাথায় রেখেই নতুন এসব পোশাকের ডিজাইন করা হয়েছে। পোশাক প্রদর্শনী ১৬ ডিসেম্বর পর্যন্ত থাকলেও সারা মাস জুড়ে বিজয়ের মাসের বিশেষ পোশাক সংগ্রহ থাকবে।