পিঁপড়া দূর করবেন যেভাবে

পিনাট বাটার বা চিনাবাদামের মাখন যা-ই বলি না কেন, এটি খেতে যেমন সুস্বাদু, স্বাস্থ্যকরও বটে। তবে আপনি শুনলে অবাক হবেন যে, খাওয়া ছাড়াও এই মাখন দৈনন্দিন জীবনের নানা কাজে ব্যবহৃত হয়। লাইফস্টাইল-বিষয়ক বোল্ডস্কাই ওয়েবসাইটে পিনাট বাটারের ভিন্ন ব্যবহারের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। চলুন, এক নজরে দেখে নিই পিনাট বাটার দিয়ে ঘরোয়া কী কী কাজ করা সম্ভব।
• অনেক সময় মাছ কাটার পর হাত থেকে দুর্গন্ধ সহজে যেতে চায় না। সাবান দিয়ে ধোয়ার পরও হাতে গন্ধ থেকে যায়। এমনকি যে পাত্রে মাছ রাখা হয় বা রান্না করা হয়, সেগুলোয় গন্ধ থেকে যায়। এ ক্ষেত্রে পিনাট বাটার বেশ কার্যকর। মাছ কাটার পর হাতে সামান্য পিনাট বাটার নিয়ে ঘষে সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, হাত থেকে মাছের দুর্গন্ধ একেবারে দূর হয় যাবে। মাছ রান্নার পাত্রও ধোয়ার আগে সামান্য পিনাট বাটার দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
• প্লাস্টিক বা লেদারের পণ্য পরিষ্কারের জন্য পিনাট বাটার ব্যবহার করতে পারেন। নরম স্পঞ্জ বা তোয়ালেতে সামান্য পিনাট বাটার নিয়ে ভালো করে লেদারের যেকোনো পণ্য ঘষে পরিষ্কার করে ফেলুন।
• অনেক সময় সিডি রেখে দেওয়ার কারণে স্ক্র্যাচ পড়ে যায়। এর ফলে সিডিটি নষ্ট হয়ে যায়। চিন্তার কোনো কারণ নেই। এই সিডির ওপর সামান্য পিনাট বাটার নিয়ে ঘষে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন, স্ক্র্যাচ পড়া সিডি আগের মতো হয়ে যাবে।
• কার্পেটে চুইংগাম লেগে গেলে সেটা দূর করা বেশ কষ্টসাধ্য বিষয়। এ ক্ষেত্রে আপনি যতটা সম্ভব চুইংগাম তুলে নিয়ে এর ওপর পিনাট বাটার দিয়ে ঘষুন। দেখবেন, চুইংগামের বাকি অংশ সহজেই উঠে যাবে।
• পিঁপড়া দূর করতেও পিনাট বাটার বেশ কার্যকর। দুই চা চামচ পিনাট বাটারের সঙ্গে আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে যেসব জায়গা থেকে পিঁপড়া আসার আশঙ্কা আছে, সেখানে ভালো করে দিয়ে রাখুন। এতে পিঁপড়ার সমস্যার সমাধান হবে।
• দেয়ালে যেসব আসবাব ফিক্সড করা থাকে, সেগুলোর দাগ বাইরে নিয়ে ঠিক করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে আপনি মাঝেমধ্যে পিনাট বাটার লাগিয়ে আসবাবগুলো ভালো করে ঘষে কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে আসবাব অনেক দিন ভালো থাকবে।