যমুনা ইলেক্ট্রনিকের ‘ঈদ স্বপ্ন পূরণ’ র্যাফেল ড্র অনুষ্ঠিত

যমুনা ইলেক্ট্রনিক অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড কর্তৃক ঘোষিত ঈদ কনজ্যুমার প্রমোশন ক্যাম্পেইন ‘ঈদ স্বপ্ন পূরণ ২০১৫’-এর গ্র্যান্ড র্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার, যমুনা ফিউচার পার্কের কনফারেন্স হলে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাকী কুপন পুরস্কার ঘোষণা করেন।
জাতীয় গণমাধ্যমকর্মীদের সামনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ইলেক্ট্রনিক অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
র্যাফেল ড্রয়ের পুরস্কার জিতেছে :
১ম পুরস্কার- ১টি রেডি ফ্লাট, কুপন নং ০৫৫৯৪
২য় পুরস্কার- ১টি ব্র্যান্ড নিউ কার, কুপন নং ০৭৩৮৩
৩য় পুরস্কার- ১টি ব্র্যান্ড নিউ মোটরসাইকেল, কুপন নং ১৪৭৪৯
৪র্থ পুরস্কার- ৩ ভরি স্বর্ণের গহনা, কুপন নং ০৩১৮৩
৫ম পুরস্কার- ১টি ৫০” থ্রিডি এলইডি টিভি, কুপন নং ২৮১৪১
৬ষ্ঠ পুরস্কার- ১টি একটি মইক্রো ওয়েভ ওভেন, কুপন নং ২২০৮২
৭ম পুরস্কার- ১টি ব্লেন্ডার, কুপন নং ২৪৯১৮
৮ম পুরস্কার- ১টি রাইস কুকার, কুপন নং ১৭৫৫৮
৯ম পুরস্কার- ১টি ইলেকট্রিক কেটলি, কুপন নং ০৯০৬৪
১০ম পুরস্কার- ১টি আয়রন, কুপন নং ১২১৪৮