বিয়ে করার ৮ আকর্ষণীয় স্থান!

সবাই চায় নিজের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে। আর এজন্য আয়োজনের কমতি থাকে না। বিয়ের সব আয়োজনের মাঝে স্থানটাও অনেক গুরুত্বপূর্ণ। অনেকে শুধু শখের বশে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে বিয়ে করতে যায়। আর যাবেই বা না কেন, পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে বিয়ের আয়োজন করতে পারলে নিজেকে সবচেয়ে সুখী মনে করবেন। ব্লুগ্যাপ নামের ওয়েবসাইট এমনই কিছু বিয়ের লোকেশনের তালিকা দিয়েছে, যেখানে সৌখিন মানুষরা বিয়ে করতে পারলে নিজের জীবনকে ধন্য মনে করবেন।
হাওয়াই
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে বিয়ে করলে কেমন হয়? চারদিকে সমুদ্র, সৈকতের পারে বিয়ের মঞ্চ, উপরে ঝকঝকে নীল আকাশ। রোমান্টিক মানুষ মাত্রই এই পরিবেশে বিয়েটা সারতে চাইবেন। বিয়ের পাশাপাশি মধুচন্দ্রিমাটাও সেরে ফেলতে পারেন এখানে। এমন মনোরম দৃশ্য আর কোথায় পাবেন, বলুন?
বেলিজ
বেলিজ মধ্য আমেরিকার একটি দেশ। যেখানে রয়েছে একশটিরও বেশি দ্বীপ, সমুদ্রের নিচের অপার দৃশ্য এবং রয়েছে প্রাচীন সব গুহা। এমন অপূর্ব সুন্দর এই জায়গায় যে কারো বিয়ে করার শখ হতে পারে।
মেক্সিকান ক্যারিবিয়ান
বিচের পাড়ে রাতের আঁধারে রঙিন সব আলোর মাঝে বিয়ে করার অনুভূতিটা অন্যরকম হওয়ারই কথা। এমন অনুভূতি নিতে চাইলে আপনাকে সুদূর মেক্সিকান ক্যারিবিয়ানে যেতে হবে। কারণ সেখানেই বিচের পাড়ে আপনার স্মরণীয় বিয়েটি করা সম্ভব।
ফিজি
প্রশান্ত মহাসাগরের দক্ষিণে অবস্থিত ফিজি। এই দেশে তিনশর ওপর দ্বীপ রয়েছে। এই দ্বীপের পাড়ে মনোমুগ্ধকর দৃশ্য আপনার নজর না কেড়ে পারবেই না। তাই সঙ্গীকে খুশি করার জন্য বিয়ের স্থান ফিজিকে বেছে নিতে পারেন।
ফ্লোরিডা
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডা হতে পারে আপনার বিয়ের স্থান। ৮২৫ মাইলের বিচের পারে নিজরে মন মতো করে সাজিয়ে নিতে পারেন বিয়ের স্টেজ। আর আয়োজন করতে পারেন স্মৃতিময় একটি বিয়ের আয়োজন।
গ্রিস
বিয়ে করার জন্য পৌরাণিক শহর গ্রিসকে বেছে নিতে পারেন। ইউরোপের এই দেশে এক হাজারেরও ওপরে দ্বীপ রয়েছে। এর মধ্যে যেকোনো একটি দ্বীপে বিয়ের আয়োজনটা করতে পারলে মন্দ কী, বলুন তো?
ক্যালিফোর্নিয়া
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে বেছে নিতে পারেন বিয়ের জন্য। সাগরের পার, সবুজে ঘেরা বন, ঝর্ণার স্রোত আপনাকে মুগ্ধ করবেই। এমন সুন্দর পরিবেশে খোলা আকাশের নিচে বিয়েটা সেরে ফেলতে পারেন।
ইতালি
মনোরম দৃশ্য, আধুনিকতার ছোঁয়া আর মন মতো বিয়ের অনুষঙ্গ কিনতে ইতালি হতে পারে আপনার বিয়ের জন্য পছন্দের জায়গা। যেখানে পরিবার, বন্ধুদের সঙ্গে নিজের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে পারেন। আর সবার সঙ্গে জম্পেশ ঘোরাঘুরিও করতে পারবেন সানন্দে।