গ্রামীণ ইউনিক্লো থেকে টি-শার্ট কিনে তাহসানের সাথে ডিনার!

সেলিব্রেটিদের সাথে দেখা করতে চায় সবাই। আর সেটি যদি হয় ডিনারের সুযোগ তাহলে কে হাতছাড়া করতে চায়? এবার ক্রেতাদের সাথে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের ডিনারের সুযোগ নিয়ে এসেছিল গ্রামীণ ইউনিক্লো।
গ্রামীণ ইউনিক্লো তাহসানের সৌজন্যে ভক্তদের জন্য বিশেষ ডিজাইনের টি-শার্ট এনেছিল এবং টি-শার্ট ক্রয় করলেই ক্রেতারা পেয়েছেন তাহসানের সাথে ডিনারের সুযোগ সংবলিত বিশেষ লটারির কুপন। এই কুপন থেকে লটারির মাধ্যমে তাহসান নির্বাচন করেন সৌভাগ্যবান ২০ জন বিজয়ীকে।
আর এই বিজয়ীদের সাথে তাহসানের ডিনার অনুষ্ঠিত হলো গুলশানের একটি জাপানিজ অভিজাত রেস্তোরাঁয় গতকাল বুধবার (১১ নভেম্বর)। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তাহসানের সাথে দেখা করে ক্রেতারা বাধভাঙা উচ্ছ্বাস ও গ্রামীণ ইউনিক্লোর প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাহসান তাঁর ভক্তদের সাথে ডিনার করেন এবং বেশ কিছুটা সময় কাটান। ভক্তদের ভালোবাসায় অভিভূত তাহসানও এমন আয়োজনের জন্য গ্রামীণ ইউনিক্লোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই আয়োজন সম্পর্কে গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বলেন, ‘তাহসান গ্রামীণ ইউনিক্লোর সেলিব্রেটি পার্টনার। আমরা প্রতিনিয়তই ক্রেতাদের জন্য এমন সুযোগ আনছি। ভবিষ্যতেও তাহসানের সাথে দেখা করার বিভিন্ন সুযোগ আমরা নিয়ে আসব।’