আপনাকে ঈর্ষান্বিত করতেই বন্ধুরা ফেসবুকে ছবি পোস্ট করে!

সারা বিশ্বে ফেসবুক এমন একটি যোগাযোগমাধ্যম, যেখানে নিত্যদিনের কাজের খবর, কে কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কার সঙ্গে দেখা করছে—সবই পাওয়া যায়, জানা যায়। এসব কিছু জানার এবং জানানোর জন্য ফেসবুকে ছবি পোস্ট করা খুবই সচরাচর। তবে এই ছবি পোস্টের পেছনে রয়েছে বিচিত্র কারণ, এমনই বলছে টাইমস অব ইন্ডিয়া।
ফেসবুকে যে কারো ছবি দেখে আপনি ধারণা করে নেন, সে খুব সুখে আছে। সারাক্ষণ বন্ধুদের সঙ্গে আড্ডা, পার্টির মধ্যেই থাকে। কিন্তু এই ছবি দেওয়ার পেছনের রহস্যটা একটু ভিন্ন। তারা আসলে আপনাকে ঈর্ষান্বিত করতে চায়। তারা দেখাতে চায়, আপনার তুলনায় তারা অনেক সুখে আছে, যা দেখে আপনি মনে মনে নিজের কষ্টের পাহাড়ে বেয়ে উঠছেন।
যুক্তরাজ্যের একটি গবেষণার ফলাফল বলছে এমন কথা। স্মার্টফোন এইচটিসির আয়োজিত এ গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ মানুষই ফেসবুকে মিথ্যা কথা বলে এবং ছবি পোস্ট করে প্রমাণ করতে চায় যে তারা আপনার থেকে অনেক সুখী!
গবেষকরা বলেন, ‘আমাদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ ফেসবুকে ছবি পোস্ট করার মাধ্যমে প্রমাণ করতে চায়, তারা আমাদের থেকে অনেক বেশি অ্যাডভেঞ্চারাস।’
ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর-এর একটি প্রতিবেদন থকে জানা গেছে, প্রায় ৭৫ শতাংশ মানুষ ফেসবুকের মাধ্যমে তাদের বন্ধুদের জীবনযাপন সম্বন্ধে ধারণা করেন।
ব্রিটেন, স্পেন, ফ্রান্স ও ইতালির প্রায় চার হাজার ব্যক্তিকে এ বিষয়ে প্রশ্ন করা হয়, যাদের বয়স ১৬ থেকে ৫৪ বছরের মধ্যে।
এক হাজার ব্রিটিশের মধ্যে ৫২ শতাংশ স্বীকার করেন, তাঁরা ফেসবুকে ছবি পোস্ট করেন শুধু তাঁদের পরিবার ও বন্ধুদের ঈর্ষান্বিত করার জন্য।
‘যখন আমরা ব্যক্তিগত বিষয় সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করি, তখন এটি শুধু লোক দেখানোর জন্য করা হয়ে থাকে,’ এভাবেই বলেন আচরণবিষয়ক মনোবিজ্ঞানী জো হেমিংস।
সম্প্রতি ৪০০ নারী ও পুরুষ নিয়ে আয়োজিত অন্য একটি গবেষণায় দেখা গেছে, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে যেসব মানুষ বারবার তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে, তাদের অধিকাংশেরই আত্মরতিমূলক বৈশিষ্ট্য রয়েছে।’
এসব মানুষ ফেসবুকে কতটা সময় স্থায়ী থাকে এবং তাদের ছবির ক্যাপশন কেমন হয়, এ নিয়েও গবেষণা করা হয়।