জেন্টল পার্কে পোশাকের নতুন সমারোহ

জেন্টল পার্কে পোশাকের নতুন কালেকশন। ছবি : সংগৃহীত
ফ্যাশনের আদি, আধুনিক, ক্ল্যাসিক, অভিজাতভাবে তারুণ্যের উদ্যম নিয়ে পোশাকের ক্যানভাসে ফোকাস ইন থাকছে এবার জেন্টল পার্কে। মূলত ক্ল্যাসিক এবং স্মার্ট লুকের অনবদ্য অপশন এই ফ্যাশন হাউস।
রেডি টু ওয়্যারে লাইফস্টাইল ব্র্যান্ড জেন্টল পার্ক আপনাকে করে দিচ্ছে দারুণ সুযোগ। সিম্পল প্যাটার্ন বৈচিত্র্যে থাকছে ছেলেমেয়েদের কালেকশন। গতানুগতিক প্যাটার্ন ভাবনা থেকে বেরিয়ে আনা হয়েছে স্মার্ট অ্যান্ড ট্রেন্ডি লুক। এ ছাড়া জেন্টল পার্ক দিচ্ছে সান্ধ্যকালীন গেট টুগেদারসহ বিভিন্ন পার্টি পোশাক।
চলতি হালের সবশেষ পোশাকের আপডেট পেতে জেন্টল পার্কের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন-