পূজায় রূপে আভিজাত্য

পূজা মানেই জমকালো আয়োজন, সাজসাজ রব আর ঢাকের আওয়াজ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চারিদিকে থাকে উৎসবমুখর আমেজ। ওদিকে রমণীরা ব্যস্ত তাদের সাজসজ্জা নিয়ে। দেবীর আগমনে তারাও যেন মেতে ওঠে রূপের আভিজাত্যে।
পূজা মানেই শাড়ি। আর পূজার শাড়ির সঙ্গে লাল-সাদা রং জড়িয়ে আছে বহুকাল থেকেই। বহু যুগের পুরনো প্রথা। কারুকার্যে যতই ভিন্নতা থাকুক না কেন, রঙের বিষয়ে কোনো আপোস নেই। তবে এবার পূজার শাড়ির ডিজাইনে নতুনত্ব ছিল চোখে পড়ার মতো। হাতের কাজ, অ্যাম্ব্রয়ডারি, নকশিকাঁথার কাজ, অ্যাপ্লিক ও ব্লকের কাজের ছড়াছড়ি। রঙ ফ্যাশন হাউসের কর্ণধার বিপ্লব সাহা প্রতিবারের মতো এবারও পোশাকে বাহার রং আর পূজার আবহ ফুটিয়ে তুলেছেন। উজ্জ্বল রং ও কারুকার্যে বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন। যা পূজার আমেজকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
সুতি, সিল্ক, অ্যান্ডি সিল্ককে প্রাধান্য দিয়ে এবারের পূজার শাড়ি তৈরি করা হয়েছে। শাড়িতে দুটি রং অথবা কয়েকটি রঙের ছড়াছড়ির চল দেখা গেছে। পাড়-আচল এক রঙা আর ভিতরটা এক রঙা। যেকোনো রংই বেছে নিতে পারেন।
তবে লাল-সাদার জনপ্রিয়তা বরাবরের মতোই তার জায়গা ধরে রেখেছে।
বাঙালির পূজা আর সাজ-পোশাকে বাঙালিয়ানা থাকবে না, তা কি হয়? আটপৌরে শাড়ি এখনো রমণীদের বেশ পছন্দ। বেশ ঘরোয়া একটা চেহারা ফুটে ওঠে। আর লাল-সাদা শাড়ি পরলে দেখতে বেশ ভালোই লাগে।
তবে শাড়ি যাই হোক না কেন, ব্লাউজটা হওয়া চাই জমকালো। মাল্টিকালারের ব্লাউজ পরতে পারেন। যেকোনো এক রঙা শাড়ির সঙ্গে মানিয়ে যাবে। ফুল হাতা অথবা থ্রি-কোয়ার্টার হাতার ব্লাউজ পরতে পারেন। তবে স্লিভলেস পরলে দেখতে মন্দ লাগবে না।
চেহারায় আভিজাত্য ফুটিয়ে তোলে গয়না। শাড়ির পাশাপাশি গয়নায়ও থাকা চাই বাঙালিয়ানা ভাব। গলায় আর কানে পরতে পারেন ভারি কোনো সেট। হাতে চুড়ি আর কপালে জুড়ে দিতে পারেন মানটিকা। ব্যাস, পূজার আমেজ পরিপূর্ণ।
যেহেতু শাড়ি আর গয়না বেশ জমকালো সেহেতু সাজেও চাই তার ছোঁয়া। হালকা মেকআপের ওপর গাঢ় লাল রঙের লিপস্টিক এক নিমেষেই আপনাকে করে তুলবে আকর্ষণীয়। আর চোখের টানা কাজলই আপনার রূপে আভিজাত্য এনে দেবে।
শাড়ির দরদাম
কাপড় ভেদে দাম কম-বেশি হয়ে থাকে। সুতি শাড়ির দাম ৮০০ থেকে শুরু করে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত। সিল্কের শাড়ি এক হাজার ২০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত, হাফসিল্কের শাড়ি এক হাজার ৫০০ থেকে তিন হাজার ৫০০ টাকা, জামদানি দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন।
কোথায় পাবেন
দেশি দশের সব আউটলেট, আড়ং, নবরূপা, যাত্রা, টাঙ্গাইল শাড়ি কুটির থেকে বিভিন্ন ধরনের পূজার শাড়ি কিনতে পারবেন। এ ছাড়া নিউমার্কেট, বেইলী রোড, মৌচাক মার্কেট, মিরপুর বেনারশি পল্লী, বনানীর ১১ নম্বর রোড উত্তরার মার্কেটগুলোতে পূজার শাড়ি খুঁজে পাবেন।
মডেল : লগ্ন, মেকআপ : অরা বিউটি লাউঞ্জ, পোশাক : রঙ, ছবি : প্রত্যয় আহমেদ