রাশিফল
দিন শুভ মকরের, মন চাঙ্গা থাকবে মীনের

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শুক্র। আপনার শুভসংখ্যা ৩ ও ৬। শুভ বার বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন হীরা ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি কাজে আন্তরিক, আইনানুগ ও নিয়মানুবর্তী। আপনার কৌশলী মনের পরিপূরক হিসেবে কাজ করছে দৃঢ়তা ও ইচ্ছাশক্তি। আপনি মিশুক, দয়ালু ও বিবেকবান। সহজেই যে কারো সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারেন। কাউকে সাহায্য করতে আপনার কোনো দ্বিধা নেই। কিন্তু কেউ আপনার ওপর সুযোগ নিতে চাইলে আপনি তাকে ক্ষমা করতে পারেন না। অন্যদের চেয়ে উচ্চতর মর্যাদায় নিজেকে আসীন করতে চান। তাই সাফল্য লাভের জন্য শত্রুতার মোকাবিলা করতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : এহতেশাম, আরিফুল হক, জার্মান সুরকার উলফ গংকটনার, রসায়নবিদ আর্থার হার্ডন, ফেরদৌস আরা, কামিনী রায়, শাওন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। কর্মজীবীদের কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। রোমান্স শুভ নয়।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি শুভ সম্ভাবনাময়। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। একটু পরিশ্রম করলেই আজ ভালো কিছু আশা করতে পারেন। কর্মজীবীদের কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বিশেষ করে সৃজনশীল পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ।রোমান্স শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। আজ গায়ে পড়ে কারো উপকার করা ঠিক হবে না। অন্যথায় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
কর্মস্থলে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। আজ কোথাও ভ্রমণ হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আজ কোনো ব্যক্তি দ্বারা উপকৃত হতে পারে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। আর্থিক দিক ভালো থাকবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মজীবীদের কর্মপরিবেশ অনুকূলে থাকবে। আজ কোনো অসমাপ্ত কাজ শেষ করে আনন্দ পেতে পারেন। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। বিনোদন শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। উত্তেজনা পরিহার করতে পারলে ভালো করবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য করা কঠিন হবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কারো কাছ থেকে উপহার পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য পরিবেশ অনুকূলে থাকবে। অর্থপ্রাপ্তি হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। রাজনীতিবিদদের কাজের পরিধি বৃদ্ধি পেতে পারে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। আজ অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারবেন। প্রভাবশালী কারো দ্বারা উপকৃত হতে পারবেন। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণ যোগ আছে। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। রোমান্স শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করতে হবে। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য করা কঠিন হবে। উত্তেজনা পরিহার করতে পারলে ভালো করবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক ভালো থাকবে। দাম্পত্য পরিবেশ অনুকূলে থাকবে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। রোমান্স বো বিনোদন শুভ।