রাশিফল
লেখাপড়ায় ভালো করবেন মিথুন, ঝুঁকি নেবেন না সিংহ

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাব বিস্তারকারী গ্রহ চন্দ্র ও শুক্র। আপনার শুভসংখ্যা ২। শুভবার সোমবার ও শুক্রবার। শুভ রত্ন হীরা ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি মিশুক, অমায়িক ও বিনয়ী। অন্যদের সহজে প্রভাবিত ও উদ্বুদ্ধ করতে পারেন। কৌশল ও ডিপ্লোম্যাসিতে আপনি দক্ষ। দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারেন। পরিস্থিতির কোনো দিকই আপনার দৃষ্টি এড়ায় না। কল্পনাপ্রবণ হলেও কি করতে পারলেন না তা নিয়ে আপনি চিন্তা কম করেন। সৃজনশীলতা ও সুকুমার বৃত্তির প্রতি আপনার সহজাত আকর্ষণ রয়েছে। সাহস ও উদ্যোগই হবে আপনার সাফল্যের চাবিকাঠি।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : মাদাম ইলেনোর রুজভেল্ট, জয় প্রকাশ নারায়ণ, অমিতাভ বচ্চন, সাংবাদিক মোহাম্মদ মোদাব্বের, বিজ্ঞানী লুইস রিচার্ডসন, আইনবেত্তা হেন্স ক্যালসন, রাজনীতিক হাসিব খান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর কিছুটা অসুস্থ হতে পারে। তবে সাময়িক অসুস্থতাকে গুরুত্ব না দিলেও চলবে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকলেই ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শৈল্পিক কার্যাবলীর প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। প্রণয়সংক্রান্ত বিষয়ের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধর্ম-কর্মে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর মোটামুটি ভালো থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। পড়াশোনায় ভালো করবেন। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আধ্যাত্মিক কাজে সুফল পেতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
কারো সাথে নতুন আত্মীয়তা হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। আপনার বোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। তথ্যগত বিভ্রান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। মনোবল বৃদ্ধি পাবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। অধিনস্তদের কাজে লাগাতে পারবেন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। শরীর মোটামুটি ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর খুব একটা ভালো যাবে না। কোনো পুরোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। কোনো মামলা-মোকদ্দমার ফল আপনার বিপক্ষে যেতে পারে। কোনো অতীত কর্মের ফল ভোগ করতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
জ্যেষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পেশাগত ক্ষেত্রে নতুন কোনো সুযোগ পেতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পদস্থ প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। আপনজনদের সহযোগিতা পাবেন। উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য পেতে পারেন। ভাগ্যোন্নয়নের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সময় খুব একটা অনুকূলে থাকবে না। অসুস্থ বোধ করতে পারেন। ওয়ারিশ সূত্রে সম্পত্তি বা অর্থ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। খারাপ কোনো সংবাদ পেতে পারেন। অপবাদ সম্পর্কে সাবধান থাকার চেষ্টা করুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। নতুন বন্ধু লাভের যোগ আছে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের যোগ আছে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন।