রাশিফল
সন্তান লাভের সম্ভাবনা মেষের, বিনোদন শুভ সিংহের

আজ ২৫ আশ্বিন ১৪২২ বঙ্গাব্দ, ২৫ জিলহজ ১৪৩৬ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও শুক্র। আপনার শুভ সংখ্যা ১ও ৬। শুভ বার রবি ও শুক্র। শুভ রত্ন চুনি, হীরা।
প্রকৃতিগতভাবে আপনি আদর্শবাদী, উদার, আত্মবিশ্বাসী, সহানুভূতিশীল। আপনার ন্যায়বিচার বোধ প্রখর। সত্যকে সহজে মিথ্যা থেকে আলাদা করতে পারেন। ভালোভাবে নিজের কথা গুছিয়ে বলতে পারেন। আদর্শবাদিতা আপনাকে নিজের অজান্তেই অনেক সময় বিরোধে জড়িয়ে ফেলবে। তাই অনেক শত্রুতার সম্মুখীন হবেন আপনি। তবে আপনার মাধুর্যতা আপনাকে সাফল্যের সোপানে নিয়ে যাবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব—জেমস ক্লাভেন, ইউসুফ পাশা, সুরকার ভার্দি, অজিত রায়, সাহিত্যিক সমর সেন, কাজী জহির, আশীষ কুমার লোহ ও আজিজুর রহমান।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কাজকর্মে প্রত্যাশিত অগ্রগতি হতে পারে। প্রেম, ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে। সৃজনশীল কাজে অগ্রগতির সম্ভাবনা আছে। দিনটি আনন্দদায়ক হতে পারে। সম্ভব্য সন্তান লাভের সম্ভাবনা আছে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় অগ্রগতি হতে পারে। মন ভালো থাকার সম্ভাবনা আছে।
মিথুন (২১ মে-২০ জুন)
বাড়িতে অতিথিসমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উদ্দীপনা পাবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তির যোগ আছে। অধীনস্তদের কাজে লাগাতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। শরীর ভালো থাকার সম্ভাবনা আছে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারেন। ভদ্রতা ও বিনয়ের মাধ্যমে কাজ আদায় করা সম্ভব হতে পারে। মন ভালো থাকার সম্ভাবনা আছে। বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। শরীর ভালো যাবে না। পুরোনো কোনো জটিল রোগ আবার দেখা দিতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বড় ভাইবোনদের সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। আশা পূরণ হতে পারে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। ক্লাব বা অন্য কোথাও আড্ডা জমতে পারে। সাংগঠনিক কাজে সফলতা পাবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠায় সুযোগ পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পদস্থ এবং প্রভাবশালীদের আনুকূল্য পাবেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। উচ্চ আশা পূরণ হবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক অগ্রগতির সুযোগ সৃষ্টি হতে পারে। পেশাগত ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। গুরুর সান্নিধ্য লাভের সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিকভাবে সম্পত্তি পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। শরীর ভালো যাবে না। কোনো অশুভ সংবাদ পেতে পারেন। অপবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝি কিছু থাকলে তা মিটে যাবে। সম্মিলিত এবং অংশীদারি ব্যবসায় সফল হবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কোনো শত্রু ক্ষতি করার চেষ্টা করতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর খুব একটা ভালো যাবে না। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। সাময়িক অসুস্থতাকে গুরুত্ব না দিলেও চলবে।
শত্রুপক্ষের কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। খাওয়া-দাওয়ায় সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে।