রাশিফল
সুনাম ও মর্যাদা বাড়বে সিংহের, প্রেমের প্রস্তাবে সাড়া পাবেন মকর

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শুক্র। আপনার শুভসংখ্যা ২ ও ৬। শুভবার সোমবার ও শুক্রবার। শুভ রত্ন হীরা ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি অনুভূতিপ্রবণ মিশুক, স্নেহপরায়ণ ও সৃজনশীল। সুকুমারবৃত্তির প্রতি রয়েছে আপনার দুর্ণিবার আকর্ষণ। রোমান্স, ভ্রমণ ও বৈচিত্র্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চান। পোশাক, রং, শিল্পকর্ম আপনার মনকে গভীরভাবে প্রভাবিত করে। আপনার ইনটুইশন প্রখর। যে কোনো সংকট ও জটিলতায় ইনটুইশনই বলে দেয় আপনাকে কী করতে হবে। জরুরি অবস্থায় আপনার চরিত্রের দৃঢ়তা অনেককেই তাক লাগিয়ে দিতে পারে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, ফিল্ড মার্শাল ভন হিনডেন বার্গ, কথাশিল্পী গ্রাহাম গ্রিন, প্রকৌশলী চার্লস স্ট্রেক রেপার, সেনানায়ক ফার্ডিন্যান্ড ফচ, চলচ্চিত্র পরিচালক তপন সিংহ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। ব্যবসায়িক দিক ভালো যাবে। গৃহে অতিথিসমাগম হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
সময় অনুকূলে থাকবে। শরীর মোটামুটি ভালো থাকবে। যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। প্রয়োজন বোধে সীমিত ঝুঁকি নিতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো জটিল ব্যাধির পুনরাক্রমণ ঘটতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। গোপন শত্রুতা দেখা দিতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। মনের গভীরে লালিত কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বড় ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পেতে পারেন। সাংগঠনিক কাজে সাফল্যের সম্ভাবনা আছে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। ভাগ্যোন্নতির প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। পেশাগত দিক ভালো যাবে। ধর্মীয় কাজকর্মে আগ্রহ বৃদ্ধি পাবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক সংকটে জড়াতে পারেন। মন ভালো থাকবে না। দেহের গোপনাঙ্গে কোনো ব্যাধি দেখা দিতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। উত্তরাধিকার সূত্রে অর্থ বা সম্পত্তি পেতে পারেন। অপবাদ সম্পর্কে সচেতন থাকুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর ভালো যাবে না। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। কেউ কেউ বিমাতার ষড়যন্ত্রের শিকার হতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা থাকবে। নিজের দায়দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সৃজনশীল কাজকর্মে সাফল্য পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। তবে সে ক্ষেত্রে প্রতিপক্ষের কাছে নিজের মনোভাবকে স্পষ্ট করে তুলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। পড়াশোনায় মন বসানো সহজ হবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে। সাহসের সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন। ছোট ভাই-বোনদের সমর্থন ও সহযোগিতা পাবেন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।